|
---|
শিলিগুড়ি: বিধান মার্কেটে রাস্তার উপর প্লাস্টিক লাগিয়ে ব্যবসা ব্যবসায়ীদের। পুরকর্মীরা প্লাস্টিক খুলতে গেলে ডেপুটি মেয়র, মেয়র পারিষদ ও বরো চেয়ারম্যানকে ঘিরে বিক্ষোভ ব্যবসায়ীদের।ব্যাবসায়ীরা ডেপুটি মেয়রকে বিক্ষোভ জানিয়ে বলতে থাকেন বিকল্প ব্যাবস্থা না করে কেন তাদের উচ্ছেদ করা হচ্ছে?একবার উঠিয়ে দিলে তাদের বসতেই বা দেওয়া হবে কোথায়?
আজ সকাল এগারোটার সময় পুরকর্মীরা এসে একটি সবজির দোকানের মাথার উপরের কাপড় খুলতে গেলে তাকে বাধা দেন ওই সবজীর দোকানের মালিক,তার পাশে দাড়িয়ে পড়েন সব দোকানদারই, এরপরে ডেপুটি মেয়রের সাথে শুরু হয়ে যায় পুরকর্মীদের বচসা,প্রথমে ধাক্কাধাক্কি এবং পরে তা হাতাহাতির পর্যায়ে চলে যায়,এরমধ্যে ডেপুটি মেয়রকে বলতে শোনা যায় যে পুরকর্মীদের কাজ করতে দিন,কর্পরেশন পাশে আছে,তবুও বিক্ষোভ কমানো যায় নি,সবজী ব্যাবসায়ীরা ডেপুটি মেয়রকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন,তাদের বলতে শোনা যায় তাদের সাথে চরম অন্যায় করা হচ্ছে।অবস্থা দেখে ডেপুটি মেয়রকে সাহায্য করতে এগিয়ে আসেন 11নং ওয়ার্ডের তৃণমূল কর্মীরা।