দীর্ঘ আবেদনের পর শুরু হলো বিপদগ্রস্ত কুশমোড়ের ট্রান্সফরমার কাজ

ফজল-এ-এলাহী, পাইকর, বীরভূমের: নবগঠিত থানা পাইকরের কুশমোড়ে ১০০কেভি ট্রান্সফরমাটি দীর্ঘকাল ধরে বিপদ গ্রস্ত অবস্থাই ছিলো, ১১০০০ এর তার পাড়ার উপর ও একদম বড়ির ছাদের কাছ দিয়ে যাচ্ছিল তার ফলে পাড়ার লোকেরা খুব বিপদের মধ্যে দিন কাটাচ্ছিল। এবং ট্রান্সফরমাটির সমস্ত সরঞ্জাম অকেজো অবস্থাই ছিলো, বিদ্যুত যোগাযোগা ও বিচ্ছেদ করার হাতলটিও শর্ট অবস্থায় ছিলো, দীর্ঘ কয়েক বছর ধরে অবদানের পরও কজ হয়নাই ,অবশেষে কুশমোড়-২ অঞ্চল প্রধান এর স্বামী ও প্রাক্তন প্রধান ওসমান গনি সাহেবের হস্তক্ষেপে বিপদগ্রস্ত ট্রান্সফরমাটির কজ শুরু হলো। অকেজো সমস্ত পুরাতন সরঞ্জাম খুলে নতুন লাগানো হলো। এবং ১১০০০ এর তার টি অনেক উঁচুতে টাঙানো হয়েছে ও সেটিকে নেটের মোধ্যে রাখা হবে। এর ফলে পাড়ার ও এলাকার উপভোক্তারা খুব খুশি।