|
---|
মঞ্জুর মোল্লা, নতুন গতি, নদীয়া: নদিয়া জেলা চাপড়া ব্লক এ অনুষ্ঠিত হলো সমন্বয়। একই স্থানে একই সঙ্গে দ্রুত নানা সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ এই অনুষ্ঠানটি চাপড়া পঞ্চায়েত সমিতি হলে আয়োজিত হয়। খাদ্য সুরক্ষা, প্রতিবন্ধী ভাতা, স্বাস্থ্য বীমা কার্ড, জমির পাট্টা, রুপশ্রী, কন্যাশ্রী, সাইকেল, মৎস্যজীবীদের সাইকেলও হাড়ি সহ অন্যান্য নানা পরিষেবা প্রদান করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় সৌমেন দত্ত (মহকুমার সদর), নীলাঞ্জনা ভট্টাচার্য্য (ডেপুটি), চাপড়া সমষ্টি উন্নয়ন আধিকারিক ডাক্তার অনিমেষ কান্তি মান্না ও নদীয়া জেলা পরিষদের সদস্য জেবের শেখ সহ অন্যান্য প্রতিনিধিরা