ভাতারে আশা ও অঙ্গনওয়ারী কর্মীদের স্মারকলিপি

সম্প্রীতি মোল্লা, ভাতার : বুধবার পূর্ব বর্ধমান জেলার ভাতারে ব্লক অফিসে স্মারকলিপি দিল আশা ও অঙ্গনওয়ারী কর্মীরা। গত মঙ্গলবার ভাতারের শেরুয়ায় আশা ও অঙ্গনারী কর্মীকে হেনস্তার প্রতিবাদে এদিন মিছিল করা হয় ও স্মারকলিপি পেশ করা হয় স্থানীয় বিডিওকে।পূর্ব বর্ধমান জেলার ভাতারের বামুনারা গ্রাম পঞ্চায়েতের শেরুয়া গ্রামে প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম বাদ পড়াই আশা ও অঙ্গনারী কর্মীকে গত মঙ্গলবার আটকে রেখে বিক্ষোভ দেখায় গ্রামবাসী।

    ভাতার থানার পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে থাকে ।
    এদিন তারই প্রতিবাদে ভাতার পুরাতন ব্লক অফিস থেকে একটি প্রতিবাদ মিছিল করে আশা ও অঙ্গনারী কর্মীরা। সেই মিছিল শেষ হয় নতুন ব্লক অফিসে।এরপর কর্মক্ষেত্রে নিরাপত্তা যাতে তারা বেশি বেশি পায় সে নিয়ে একটি লিখিত স্মারকলিপি পেশ করে ব্লক আধিকারিক অরুণ কুমার বিশ্বাস কে।আশা কর্মীরা জানান যে, -” তারা নিরাপত্তা পাচ্ছেন না। যখন তখন তাদের ওপর আক্রমণ করছে স্থানীয় মানুষজন । কারণ তাদেরকে দিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম সার্ভে করা হয়েছে”।তাই তারা এদিন স্মারকলিপি পেশ করলো ভাতার ব্লক আধিকারিক কে।