মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনায় বীরভূমের মন্দিরে, মসজিদে, দরগায় নেতা মন্ত্রীদের প্রার্থনা

 

     

     

    খান আরশাদ, বীরভূম:

    মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনায় বীরভূমের মন্দিরে, দরগায় ও মসজিদে নেতা মন্ত্রীরা প্রার্থনা করলেন।
    রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আহতের খবর গতকাল বুধবার ছড়িয়ে পড়ে সোসাল মাধ্যমে। জানা যায় বাড়ির মধ্যে ধাক্কা লেগে পড়ে যাওয়ায় মাথার মধ্যে তথা কপালে এবং নাকের উপর ফেটে গিয়ে রক্তপাত হয়।কোলকাতা এস এস কে এম হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। কপালে তিনটি এবং নাকের উপর একটি সেলাই করা হয়েছে।সেই খবরে তৃনমূল দলীয় কর্মীদের মধ্যে শুরু হয় খবরাখবর নেওয়া। গতকালের ঘটনার জেরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত সুস্থতা কামনা করে আজ শুক্রবার বীরভূম জেলার বিভিন্ন স্থানে দলীয় নেতা কর্মীরা পূজার্চনার পাশাপাশি দোয়া মাহফিল ও মাজারে চাদর চড়ান। এদিন তারাপীঠ মন্দিরে পুজো দেওয়া হয় বীরভূম জেলা তৃনমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে । উপস্থিত ছিলেন বিধানসভার ডেপুটি স্পিকার ড. আশিষ বন্দ্যোপাধ্যায়, রাজ্যের ক্ষুদ্র ও বস্ত্র কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা , লাভপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিজিৎ সিনহা, সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায়চৌধুরী ও সুদীপ্ত ঘোষ।


    জেলার সিউড়ি, বোলপুর সহ বিভিন্ন এলাকায় তৃনমূল কংগ্রেসের দলীয় কর্মী সমর্থকদের মধ্যে মুখ্যমন্ত্রীর সুস্থ কামনায় পূজার্চনার আয়োজন করা হয়।


    নানুর বিধানসভার পাপুড়ি গ্রামে উত্তরপাড়া জুম্মা মসজিদে ইফতার মাহফিল ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করা হয় ।উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদ সভাধিপতি কাজল সেখ সহ বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা এবারের প্রার্থী অসিত মাল, নানুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিধান চন্দ্র মাঝি প্রমূখ।

    অন্যদিকে পাথরচাপুরিতে হযরত দাতা মেহবুব শাহ ওলির মাজারে চাদর চড়ালেন মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনা করলেন সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায় চৌধুরী সহ দলীয় অন্যান্য কর্মীরা।