বাঁকুড়াতেও মাদ্রাসা ফাইনাল পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রী বেশী

আর এ মণ্ডল: সম্প্রতি মাদ্রাসা ফাইনাল এবং মাদ্রাসার উচ্চ মাধ্যমিক (একই বোর্ড) এর পরীক্ষা সুসম্পন্ন হইয়াছে। এবার তো ফলাফল প্রকাশের পালা। সমীক্ষায় জানা গেলো শিক্ষার মান নিম্নগামী।জনৈক প্রধান শিক্ষক এর পর্যবেক্ষণ মন্তব্যে জানা যায় যে,ছাত্র ছাত্রীদের পড়াশোনার আগ্রহ ক্রমাগত কমে যাচ্ছে-। পরীক্ষার হলে অবস্থান দেখলে সহজেই বোঝা যায়।
অন্যান্য বছরের ন্যায় এবছরও বাঁকুড়ার মাদ্রাসার পরীক্ষার্থীদের মধ্যে বালিকার সংখ্যা বেশী। বালিকা-৬২৭, বালক-৩৩১ মোট-৮৫৮ এবং আলিম ৫৯, ফাজিল ৩৪ মোট ৯৩। বাঁকুড়ার অন্যতম হাই মাদ্রাসা (উচ্চ মাধ্যমিক),রসুলপুর হাই মাদ্রাসা (উ:মা:) এর মাদ্রাসা ফাইনাল পরীক্ষা হয় পূর্ব বর্ধমান জেলার অন্যতম মডেল মাদ্রাসা নিশ্চিন্তপুর হাই মাদ্রাসা (উ: মা:)। সব পরীক্ষাই ভালোভাবেই সম্পূর্ণ হয়। শিক্ষা প্রতিষ্ঠানটির বাউণ্ডারির মধ্যে ছাত্রদের জন্য নিজস্ব আবাসিক হস্টেল আছে, জানালেন মাদ্রাসার প্রধান শিক্ষক জনাব উজির আলি মহাশয়।