|
---|
আব্দুল খাবির, ১লা অক্টোবর ২০১৯ : বীরভূম জেলার প্রাণপ্রিয় প্রতিষ্ঠান সোতসাল মাদরাসা মদিনাতুল উলুম বহুদিন থেকে সুশিক্ষা দিয়ে আসছে এবং চতুর্দিকে এই প্রতিষ্ঠান সুনাম ছড়িয়ে রয়েছে এখানে ধর্মীয় শিক্ষার সঙ্গে সঙ্গে জেনারেল এডুকেশন শিক্ষার সুব্যবস্থা আছে,এই মাদরাসায় বর্তমানে আড়াইশো জন ছাত্র ও শিক্ষক সহকর্মীসহ কুড়ি জন স্টাফ রয়েছে,বর্তমানে ন্যাশনাল হাইওয়ে কালভেট জাম্প হয়ে যাওয়ায় ২০১৬ সাল থেকে প্রতিবছর চরম দুর্ভোগের মধ্যে এই প্রতিষ্ঠান সহ এলাকাবাসীকে পড়তে হয় এই মাদরাসার যে জামে মসজিদ আছে সেখানে গ্রাম ও বিভিন্ন জায়গা থেকে প্রায় এক হাজার মানুষ নামাজ পড়তে আসেন।
মাদরাসার রান্নাঘর নলকূপ এবং বডিংয়ের মাল স্টক করা রুম ডুবে যাওয়ার কারনে মাদ্রাসা চরম ক্ষতিগ্রস্ত হয় যার কারণে পানাহার সহ থাকার চরম সমস্যা হচ্ছে।
এলাকার পঞ্চায়েত,বিডিও অফিসসহ বিভিন্ন আধিকারিকদের কে বলার পরেও কোনো সুরাহা হয়নি, তাই মাদ্রাসার কৃতিপক্ষ সহ এলাকাবাসী সকলেই দাবি করে মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবার কাছে যেন এই খবর পৌঁছানো হয় এবং তিনি এই প্রতিষ্ঠান পাশে ও
এলাকাবাসীর পাশে দাঁড়ায় এবং ন্যাশনাল হাইওয়ে কালভেট সংস্কার করে এলাকাবাসীকে বিপদমুক্ত করেন।