খেজুরীতে পালিত হলো বিদ‍্যাসাগরের জন্মদিন

সেক আতিউল্লা (সম্রাট), চন্ডীপুর , পূর্ব মেদিনীপুর, খেজুরী : বাংলার ক্যালেন্ডার অনুযায়ী ১২২৭ বঙ্গাব্দের ১২ই আশ্বিন, পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাই মেদিনীপুরের বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। সেই বাংলা তারিখ মেনেই আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবসটি পালিত হলো মেদিনীপুর সমন্বয় সংস্থার খেজুরী আঞ্চলিক ইউনিটের উদ্যোগে — কশাড়িয়ায় ড. বি. আর. আম্বেদকর প্লাস্টিক দ্রব্য ও বিশুদ্ধ পানীয় জল উৎপাদন কেন্দ্রের সভাগৃহে। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেদিনীপুর সমন্বয় সংস্থার খেজুরী আঞ্চলিক ইউনিটের সভাপতি ড. রামচন্দ্র মন্ডল। উপস্থিত ছিলেন আয়োজক সংস্থার সদস্যরা ছাড়াও খেজুরীর বহু বিশিষ্টজন । এঁদের মধ্যে সুদর্শন সেন,দিব‍্যেন্দু মন্ডল, কমলকলি মন্ডল, বিশ্বজিৎ মন্ডল, পরিতোষ মাইতি, ভবতোষ মন্ডল প্রমুখদের নাম করা যায়। প্রথমে বিদ‍্যাসাগরের প্রতিকৃতিতে মাল‍্যদান ও দ্বিতীয় পর্বে বিদ‍্যাসাগরের জীবন ও কর্ম নিয়ে উপস্থিত অতিথিরা আলোচনা করেন। সমগ্ৰ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আয়োজক সংস্থার সম্পাদক সুমন নারায়ন বাকরা মহাশয়।