ভর্তুকিযুক্ত রেশন প্রাপকদের সংখ্যা কমাতে চলেছে কেন্দ্রীয় সরকার , প্রতিবাদে আন্দোলনের পথে রেশন ডিলাররা

মহঃ মফিজুর রহমান , নতুন গতি : কেরোসিনের উপর থেকে অনেকদিন আগেই ভর্তুকি তুলে নিয়েছে কেন্দ্রীয় সরকার । এবার কোপ ভর্তুকিযুক্ত রেশন প্রাপকদের সংখ্যায় ! সূত্রের খবর , ভর্তুকিযুক্ত রেশন প্রাপকদের সংখ্যা গ্রামাঞ্চলে ৭৫ শতাংশ থেকে কমিয়ে ৬০ শতাংশ করা এবং অন্যদিকে ভর্তুকিযুক্ত রেশন প্রাপকদের সংখ্যা শহরাঞ্চলে ৫০ শতাংশ থেকে কমিয়ে ৪০ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে সম্প্রতি নীতি আয়োগের বৈঠকে । সূত্রের দাবি , সেই প্রস্তাবে সিলমোহর দিয়ে ভর্তুকিযুক্ত রেশন প্রাপকদের সংখ্যা কমাতে চলেছে নীতি আয়োগ কমিটি । উল্লেখ্য , খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-ই এই নীতি আয়োগ কমিটির চেয়ারম্যান ।

     

    প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন নীতি আয়োগের এই সিদ্ধান্তের বিরোধিতায় দেশজুড়ে আন্দোলনে নামতে চলেছেন রেশন ডিলাররা । এনিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্মারকলিপি দেওয়ার পাশাপাশি কেন্দ্রের খাদ্য দফতরের রাষ্ট্রমন্ত্রী দানভের সাথেও দেখা করে প্রতিবাদ জানিয়েছে রেশন ডিলারদের সংগঠন ‘ অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস অ্যাসোসিয়েশন ‘।

     

    রেশন ডিলারদের সংগঠনের দাবি , করোনা অতিমারির ফলে এমনিতেই দেশের প্রায় অধিকাংশ মানুষের আর্থিক অবস্থা শোচনীয় । দেশের মানুষের শোচনীয় অবস্থাকালে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত অত্যন্ত দুর্ভাগ্যজনক । আগামী এপ্রিল মাসের মধ্যে মোদী সরকার এই সিদ্ধান্ত প্রত্যাহার না করলে মে মাস থেকে দেশজুড়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে ডিলারদের সংগঠন ‘ অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস অ্যাসোসিয়েশন ‘। কেন্দ্রীয় সরকার কি এই আন্দোলনের হুঁশিয়ারিতে ভর্তুকিযুক্ত রেশন প্রাপকদের সংখ্যা ছাঁটাইয়ের সিদ্ধান্ত প্রত্যাহার করবে ? সেদিকে তাকিয়ে সকলেই।