বড়সড় বিপদের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল কাটিহার-হাওড়া ডাউন এক্সপ্রেস

নিজস্ব সংবাদদাতা : বড়সড় বিপদের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল কাটিহার-হাওড়া ডাউন এক্সপ্রেস। বুধবার মালদার সামসি স্টেশনের কাছে এসে ট্রেনে চালাতে সমস্যার সম্মুখীন হন ট্রেনচালক। চালক বুঝতে পারেন, ট্রেনের ডি-৭ নম্বর কোচে কোনও সমস্যা হয়েছে। সামসি স্টেশনে ট্রেন থামিয়ে তিনি দেখেন, ওই কোচের চাকার সঙ্গে লেগে থাকা এক্সেল বক্সটি বিকল হয়ে গিয়েছে। এক্সেল বক্স অত্যন্ত গরম হয়ে গিয়েছে। ফলে সেটি কাজ করা বন্ধ করে দিয়েছে। তিনি তড়িঘড়ি স্টেশন মাস্টারকে খবর দেন। সামসি স্টেশনে ট্রেনটি প্রায় ৩ ঘণ্টা আটকে ছিল।

    এ বিষয়ে সামসি GRP থানার OC উদয় সিং জানিয়েছেন, এদিন সন্ধ্যেবেলা সামসি স্টেশনের কাছে ট্রেনের চালক ট্রেনের সমস্যার কথা বুঝতে পেরেই ট্রেনের ডি-৭ নম্বর কোচে যান। সেখানে এক্সেল বক্স-এর ত্রুটির বিষয়টি তাঁর নজরে পড়ে । তৎক্ষণাৎ সামসি স্টেশনে ট্রেন থামিয়ে তিনি বিষয়টি স্টেশনের টেকনিক্যাল কর্মীদের নজরে আনেন। ওই কর্মীরা এক্সেল বক্স মেরামতির চেষ্টা করেন। যদিও তাঁরা সেটি মেরামত করতে পারেননি। শেষ পর্যন্ত ওই কোচটিকে খুলে ফেলা হয়। এরপর প্রায় তিন ঘণ্টা পর ট্রেনটি হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয়। উদয়বাবু জানিয়েছেন, সময়মতো এক্সেল বক্সের ত্রুটি ধরা না পড়লে বড়সড় কোনও ঘটনা ঘটতে পারত। সৌভাগ্যবশত তেমন কিছু ঘটেনি। যাত্রীরা সকলেই নিরাপদে রয়েছেন।

    মাস দুয়েক আগে জলপাইগুড়ির ময়নাগুড়ির দোমোহনির কাছে ভয়াবহ রেল দুর্ঘটনার স্মৃতি এখনও মুছে যায়নি। ১৩ জানুয়ারি দোমোহনির কাছে লাইনচ্যুত হয় বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস। এই দুর্ঘটনায় একাধিক ব্যক্তির মৃত্যু হয়। আহত হন বহু। একইভাবে ফেব্রুযরি মাসে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছিল হাওড়াগামী‌ শান্তিনিকেতন এক্সপ্রেস।

    পূর্ব বর্ধমানের মশাগ্রাম স্টেশন পার হওয়ার পরই সেখানকার গেটম্যান লক্ষ্য করেন ইঞ্জিনের পরে দ্বিতীয় বগির নীচের দিকে ধোঁয়া বেরুচ্ছে। সঙ্গে সঙ্গে মশাগ্রাম রেলগেটের গেটম্যান সৌমেন সাঁতরা ট্রেনের গার্ডকে লাল পতাকা দেখালে ট্রেনটি দাড়িয়ে যায়। স্টেশন ম্যানেজারকে বিষয়টি জানান গেটম্যান। আগুন লাগার ঘটনার কথা চালকের কাছে পৌঁছয়। তবে চালকের তৎপরতায় আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়। খবর পেয়ে ছুটে আসেন রেলের আধিকারিকরা তাঁরাও অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কোনো বড় দুর্ঘটনা ঘটার সুযোগ হয়নি। এই ঘটনায় কেউ আহত হননি বলে রেল সূত্রে খবর।