|
---|
সেখ মহম্মদ ইমরান, কেশপুর: ৩দিন ব্যাপী ক্রীড়া-সাংস্কৃতিক ও রক্তদান উৎসব কেশপুর ব্লকের গোলাড় সুশীলা বিদ্যাপীঠের উদ্যোগে অনুষ্ঠিত হলো। উদ্বোধনী সংগীত ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে। প্রদীপ প্রজ্জ্বলন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেশ পড়িয়া , সভাপতি পঞ্চানন কারক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা, পরিচালন কমিটির সদস্য ও উৎসব কমিটির সদস্যগণ। অনুষ্ঠানের সূচনা লগ্নে উৎসব কমিটির সদস্যদের বরণ করা হয়। এদিন আন্তঃ প্রাথমিক ও মাধ্যমিক লেভেলের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ পরিচালনা করেন শিক্ষক স্নেহাসিস চৌধুরী, সহযোগী হিসেবে ছিলেন শিক্ষক সেখ মহম্মদ ইমরান, শিক্ষক সৌমিত্র কুলোধ্যায়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধীকারীদের মেডেল সহযোগে পুরষ্কৃত করা হয়। সপ্তম,অষ্টম, নবম শ্রেণীর ছাত্র ছাত্রীরা নৃত্য শিক্ষিকা তনুশ্রী ভূঞার পরিচালনায় দেশাত্মবোধক নৃত্য পরিবেশন করেন। শিক্ষক দীপঙ্কর সিটের পরিচালনায় অন্তাক্ষরী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে দর্শকদের মধ্যে এই অনুষ্ঠান ব্যাপক সাড়া ফেলে। প্রথম দিনের শেষ লগ্নে সৌমিত্র কূলধ্যায় এর সঞ্চালনায় “লকডাউনে বিয়ে” নাটকটি মঞ্চস্থ হয়। নাটকের অভিনয়ে ছিল স্বপন দিগার , রিতিশা কারক, আয়ুশি বন্দ্যোপাধ্যায়, তারানা আফরিন ও জয়ন্ত পণ্ডিত।
দ্বিতীয় দিনে সুরেশ চন্দ্র পড়িয়ার সঞ্চালনায় “করোনার পরে স্কুল” , সৌমিত্র কুলধ্যায়ের সঞ্চালনায় “কালাঘটক”, জয়ন্ত পন্ডিতের সঞ্চালনায় “ডেড বডি” নাটক মঞ্চস্থ হয়। শিক্ষিকা অর্পিতা মাঝির পরিচালনায় বসন্ত উৎসবের নাচ করে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা। এছাড়াও করোনাকালে অনবদ্য অবদানের জন্য সিভিক ভলেন্টিয়ার্স, স্বাস্থ্যকর্মী, আশাকর্মীদের ধন্যবাদ জ্ঞাপন ও সংবর্ধনা প্রদান হয়।
তৃতীয় দিনে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ও মাদার টেরিজার আবক্ষ মূর্তি উন্মোচন হয়। এদিন রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন শিবিরে ১০৬জন রক্তদাতা রক্তদান করেন। রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলা শাসক শ্রী কেম্পাহনাইয়া( আই এ এস), বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড: লায়েক আলি খান, সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের (পুরুলিয়া) অধ্যাপক ড: কালোসোনা পাল, বিশিষ্ট সমাজসেবী উত্তমানন্দ ত্রিপাঠী, পশ্চিম মেদিনীপুর জেলা ভোলান্টারি ব্লাড ডোনার এসোসিয়েশনের চেয়ারম্যান শ্রী অসীম ধর, গোলাড় গ্রাম পঞ্চায়েত প্রধান হাবিবা বেগম সহ অন্যান্যরা। এদিন বিশিষ্ট সংগীত শিল্পী মাতোয়ার মল্লিক সংগীত পরিবেশন করেন। একাদশ শ্রেণির ছাত্রীবৃন্দের অভিনয়ে ও সৌমিত্র কুলধ্যায়ের পরিচালনায় ভারতীয় সেনাবাহিনী আমাদের গর্ব নাটক মঞ্চস্থ হয়। সমগ্র অনুষ্ঠানটি সুললিত কণ্ঠে সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেশচন্দ্র পড়িয়া, শিক্ষক সৌমিত্র কুলোধ্যায়।