মেমারি নতুন বাস স্টান্ডে সৃষ্টিশ্রী মেলা উদ্বোধন করেন মন্ত্রী স্বপন দেবনাথ

সেখ সামসুদ্দিন : ২৩ মার্চ, পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের আনন্দ আনন্দধারা প্রকল্পের অভিনব প্রয়াসে সৃষ্টিশ্রী মেলা মেমারি পৌরসভা ও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় মেমারি নতুন বাস স্টান্ডে। এই মেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী স্বপন দেবনাথ। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদ সভাধিপতি তথা বিধায়ক শম্পা ধারা, সহ-সভাপতি দেবু টুডু প্রকল্প আধিকারিক অরিন্দম বন্দ্যোপাধ্যায়, পূর্ব বর্ধমান সদর দক্ষিণ মহকুমা শাসক কৃষ্ণেন্দু মন্ডল, জেলা তথ‍্য ও সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মন্ডল, জেলা পরিষদ কর্মাধ‍্যক্ষগণ মেমারি পৌর সভার পৌরপ্রধান স্বপন বিষয়ী, উপপ্রধান সুপ্রিয় সামন্ত, মেমারি ১ বিডিও ডাঃ আলি মোহাম্মদ ওয়ালী উল্লাহ, পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ-সভাপতি সহ অন্যান্য কর্মাধ‍্যক্ষ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। মেলা চলবে ২৩ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত। এখানে পূর্ব বর্ধমান জেলার সমস্ত ব্লকের গোষ্ঠীর মহিলারা তাদের নিজ হাতে তৈরি বিভিন্ন ধরনের জিনিস বিভিন্ন স্টলের মাধ্যমে বিক্রি করছেন। মন্ত্রী তার বক্তব্যে জেলার খতিয়ান তুলে ধরে তাদের সার্বিক সাফল্য কামনায় পৌরপ্রধান সহ কাউন্সিলরদের এগিয়ে আসার আহ্বান জানান। একইসঙ্গে গোষ্ঠীর দলনেত্রীর কাছে আবেদন জানান ঋণ নিয়ে টাকাটা সুদে না খাটিয়ে সরাসরি যেন উৎপাদনের কাজে লাগান।