বাঘের আক্রমণে গুরুত্বর আহত কুলতলির মৎস্যজীবি

বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা :
সুন্দরবনের বাঘের আক্রমণে গুরুতর আহত বছর পঁয়ত্রিশের আবু তালেব পিয়াদা কুলতলীর দেউলবাড়ি দেবীপুর অঞ্চলের দেউলবাড়ি গ্রামের বাসিন্দা। আবুতালেব পিয়াদা কুলতলি বিট অফিস থেকে বৈধ্য পাশ নিয়ে সোমবার তারা তিন বন্ধু মিলে সুন্দরবনের আজমলমারী তিন নাম্বর কোম্পারমেন্টে কাঁকড়া ধরতে যায় সাথে ছিল মইমুর খাঁন, আজিম মন্ডল। আজ তারা কাঁকড়া ধরার মুহুর্তে আচমকায় বাঘ আবু তালেবের উপর ঝাঁপিয়ে পড়ে। পাশে থাকা মইমুর খাঁন ও আজিম মন্ডলের অসিম সাহসিকতায় দীর্ঘ সময় ধরে বাঘে মানুষে কসরতে বাঘ রণে ভঙ্গ দেয়। তড়িঘড়ি তারা আবুতালেব পিয়াদাকে নৌকায় তুলে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়।

    খবর দেওয়া হয় স্থানীয় বিট অফিসে ও জয়নগর গ্রামীণ হাসপাতালে। তড়িঘড়ি পাশের বাড়িতে থাকা মোটর সাইকেলে বসিয়ে কুলতলির -জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে, জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালের ডাক্তার বাবু বাঘে ধরা ব্যক্তিকে চিকিৎসা করার পর জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন। পথে রুগির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুলতলি থেকে কুড়ি কিলোমিটার দূরে স্থানীয় জয়নগর স্পন্দন মেটারনিটি এন্ড নার্সিংহোমে ভর্তি করে। বাড়িতে পাঁচ মেয়ে ও এক ছেলেকে নিয়ে অভাবের সংসারে এক মাত্র রোজগেরে মৃত্যুর পথ যাত্রী, গরিব পরিবারের এই সংসারে নদী- জঙ্গলে মাছ কাঁকড়া মধু সংগ্রহ করে যাদের দিন চলে সেই সমস্ত পরিবার আজ অসহায়।