|
---|
সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: পথ দূর্ঘটনা এড়াতে মুখ্যমন্ত্রীর উদ্যোগে রাজ্যজুড়ে শুরু হয় সেফ ড্রাইভ সেভ লাইফ নামক কর্মসূচি। সেই কর্মসূচি জেলা পুলিশের পক্ষ থেকে জেলার প্রতিটি থানার পক্ষ থেকে নিয়মিত পালন করা হচ্ছে। পথ দূর্ঘটনা এড়াতে বারবার জনমানসে সেই সচেতনতার বার্তা তুলে ধরা হচ্ছে।
অনুরূপ ভাবে বুধবার জেলা পুলিশের উদ্যোগে এবং লোকপুর থানার ব্যবস্থাপনায় সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করা হয় এক শোভাযাত্রার মাধ্যমে। লোকপুর থানা থেকে শোভাযাত্রা বের হয়ে স্থানীয় বাজার, বাসস্ট্যান্ড সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করা হয়। উপস্থিত ছিলেন লোকপুর থানার ওসি সন্তোষ ভকত,এ এস আই রামপ্রসাদ মন্ডল সহ সিভিক ভলিন্টিয়ারগন।