|
---|
নতুন গতি নিউজ ডেক্স: শিক্ষাপ্রতিষ্ঠান বড় হয়ে ইচ্ছা ছিল ডাব্লুসিএসসি অফিসার হওয়ার কিন্তু মধ্যপথে ছেড়ে যাওয়া স্বপ্নকে। বীরভূম জেলার পাইকার থানার কাঠিয়া গ্রামের সিটন শেখের সেই স্বপ্ন অধরাই চলে গেছে।
২019 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সিটন। ভাদিশ্বর শ্যামপদ রায় বিদ্যাভবন এর ছাত্র ছিলেন। আরো পড়াশোনা চেয়েছিলেন ‘সিটিন কিন্তু আর্থিক অবস্থা বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে কিছুদিন হুগলির পাণ্ডুয়া কাজ করতে গিয়েছিল। বাবা মাকে বলেছিল টাকা রোজগার করে কলেজে ভর্তি হব কিন্তু আর ফেরে না, সেখানেই সার্প দংশনে মারা যায় সিটন। এমন কৃতি ছাত্রের মৃত্যুতে শোকের ছায়ায় নেমে আসে এলাকা।