জেলার সাতটি পুরসভাতেই নতুন মুখ আনতে বাধ্য হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস

মঙ্গলবার ঘোষিত হয় মুর্শিদাবাদের সাতটি পুরসভাতে তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদ প্রার্থীদের নাম।প্রত্যাশা মতো জেলার সাতটি পুরসভাতেই নতুন মুখ আনতে বাধ্য হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বিগত পুরনির্বাচনে জিতে যাঁরা চেয়ারম্যান হয়েছিলেন বিভিন্ন কারণে তাঁদের কেউই এবার আর পুরনো পদে বসতে পারছেন না। জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভাতে অনাস্থা ভোটে জয়ী এবং প্রাক্তন পুরপ্রশাসক প্রসেনজিৎ ঘোষ সেখানে চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন।   ২০২২ পুর নির্বাচনের আগে মুর্শিদাবাদ জেলাতে কোনওদিন তৃণমূল কংগ্রেস একক সংখ্যা গরিষ্ঠতা পেয়ে কোনও পুরবোর্ড গঠন করতে পারেনি। ২০১৫ সালের নির্বাচনে জিতে ধুলিয়ান পুরবোর্ড প্রথম থেকেই তৃণমূল কংগ্রেস পরিচালনা করলেও বিভিন্ন দলত্যাগী কাউন্সিলরদের সহযোগিতা তাদের নিতে হয়েছিল। বাকি ছয়টি পুরসভার, বহরমপুর, বেলডাঙ্গা, কান্দি, জিয়াগঞ্জ-আজিমগঞ্জ, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর – দখল করে তৃণমূল কংগ্রেস পেয়েছিল বিরোধী রাজনৈতিক দলের কাউন্সিলররা দলত্যাগ করে তৃণমূলে যোগদান করাতে।  তবে এবারের পুর নির্বাচনে বেলডাঙ্গা পুরসভা বাদে বাকি ছয়টি পুরসভাতে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তৃণমূল কংগ্রেস। ১৪ আসন বিশিষ্ট বেলডাঙ্গা পুরসভাতে তৃণমূল পেয়েছে ৭ টি আসন, বিজেপি ৩ এবং নির্দল প্রার্থীরা ৪ টি আসন থেকে জিতেছে।  এবারের পুরনির্বাচনে সকলের চোখ ছিল বহরমপুর পুরসভার দিকে। একসময়ের কংগ্রেস গড় হিসেবে পরিচিত বহরমপুরে এবার ২২ টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তৃণমূল কংগ্রেস। কংগ্রেস পেয়েছে মাত্র ৬ টি আসন। তেমনি ২১ আসনের জঙ্গিপুর পুরসভাতে তৃণমূলের প্রাপ্ত আসন ১৫। ১৮ আসন বিশিষ্ট কান্দি পুরসভাতে এবছর তৃণমূল কংগ্রেস জিতেছে ১৬ টি আসনে। ১৬ আসন বিশিষ্ট মুর্শিদাবাদ পুরসভাতে তৃণমূলের দখলে গেছে ৯ টি আসন। ১৭ আসন বিশিষ্ট জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভাতে তৃণমূল পেয়েছে ১৫ টি আসন। ২১ আসন বিশিষ্ট ধুলিয়ান পুরসভাতে শাসক দল পেয়েছে ১১ টি আসন।মঙ্গলবার মুখবন্ধ খামে কলকাতা থেকে মমতা ব্যানার্জির অনুমোদিত চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানদের নাম এসে পৌঁছয় মুর্শিদাবাদের জেলা নেতৃত্বের কাছে। বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি শাওনি সিংহ রায় পুরসভার প্রস্তাবিত পদাধিকারীদের নাম ঘোষণা করেন।  বহরমপুর পুরসভার চেয়ারম্যান পদে মনোনীত হয়েছেন নাড়ুগোপাল মুখার্জি। ভাইস চেয়ারম্যান পদে মনোনীত হয়েছেন স্বরূপ সাহা। বেলডাঙ্গা পুরসভার চেয়ারম্যান পদে মনোনীত হয়েছেন অনুরাধা হাজরা ব্যানার্জি,  ভাইস চেয়ারম্যান পদে মনোনীত হয়েছেন আবু সুফিয়ান মণ্ডল।অন্যদিকে মুর্শিদাবাদ পুরসভার চেয়ারম্যান পদে মনোনীত হয়েছেন লালিত দাস নন্দী এবং ভাইস চেয়ারম্যান পদে মনোনীত হয়েছেন আলম মেহেদি। জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভাতে চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন প্রসেনজিৎ ঘোষ এবং ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন মলয় রায়।  সেখানে সিআইসি পদে মনোনয়ন পেয়েছেন অনিল কুমার চুরোরিয়া। কান্দি পুরসভার চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন জয়দেব ঘটক, ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন দেবাশিষ চ্যাটার্জি। গৌরী সিনহা বিশ্বাস সিআইসি পদে মনোনয়ন পেয়েছেন।বহরমপুরের বাসিন্দাদের এই জয় উৎসর্গ করে নাড়ুগোপাল মুখার্জি বলেন, ‘ইতিমধ্যে আমরা বহরমপুর শহরের উন্নতির জন্য অনেক কাজ করেছি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বহরমপুর শহরের জন্য ইতিমধ্যে অনেক উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করেছেন। আগামী দিনেও তা বজায় থাকবে।