|
---|
নিজস্ব সংবাদদাতা : পূর্ব বর্ধমান জেলার ভাতারের সাহেবগঞ্জ এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত, সোচালিদা মিলন সংঘের উদ্যোগে ও বেঙ্গল হেলথ এর সহযোগিতায় হল বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। নানান পরীক্ষা-নিরীক্ষা করা হয় বিনা ব্যয়ে এবং ঔষধও দেওয়া হয় বিনা মূল্যে। এদিন দুজন অভিজ্ঞ ডাক্তার উপস্থিত ছিলেন শিবিরে। স্থানীয়রা একে একে এসে নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করান। বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা করাতে পেরে খুশি স্থানীয়রা (East Bardhaman News)। সোচালিদা মিলন সংঘের সভাপতি বিজয় চন্দ্র যশ জানান, “করোনা পরিস্থিতিতে মানুষের অর্থনৈতিক কাঠামো অনেকটাই ভেঙে পড়েছে। তাই সমস্ত মানুষের কথা চিন্তা করে ক্লাবের পক্ষ থেকে এই বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করা হয়েছে। ক্লাবের সকল সদস্য এই ক্যাম্প আয়োজন করতে পেরে ধন্য মনে করছেন নিজেদের। “ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানান স্থানীয়রা। তাঁরা বলেন, “করোনা কালে সংসার চলছে এই অনেক। স্বাস্থ্য পরীক্ষা করার কথা ভাবতেই পারিনা।” আর এরমধ্যেই ক্লাবের সদস্যরা স্থানীয়দের কথা ভেবে এই শিবিরের আয়োজন করেছেন। খুব উপকৃত হয়েছেন বলে জানান তাঁরা । জেলায় এই প্রথম না (East Bardhaman News)। বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির হয়ে থাকে প্রায়ই। ক্লাব গুলির উদ্যোগে বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির হয় জেলার একাধিক জায়গায়। সেই মতো এদিনও ভাতার এর সাহেবগঞ্জ পঞ্চায়েতের সোচালিদা মিলন সংঘের উদ্যোগে হল স্বাস্থ্য পরীক্ষা শিবির