|
---|
আলিফ ইসলাম, খড়দহ : রহড়ার মৌন মুখর পত্রিকার সাহিত্য সভা অনুষ্ঠিত হল খড়দহের দীনবন্ধু ভবনে শনিবার ১৬ এপ্রিল বিকেল চারটায়। বৈকালিক এই সাহিত্য সভায় সভানেত্রী কাকলি সেনগুপ্ত সহ প্রগতি মাইতি, সুদীপ ভট্টাচার্য,পত্রালি গুহ,কন্যাশ্লোক,উজ্জ্বল গোস্বামী,মৌনমুখর পত্রিকার সম্পাদক সন্দীপ রায়,অরুণা রায় মজুমদার, শঙ্কর রায়, অর্পিতা কামিল্যা,হরেন্দ্র নাথ গোস্বামী, সুফি রফিক উল ইসলাম প্রমুখ প্রায় আশি জন কবি উপস্থিত ছিলেন। কবিতা পাঠ,পুস্তক প্রকাশ, সঙ্গীত পরিবেশনের সঙ্গে একটি মনোজ্ঞ আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।বিষয় ছিল প্রিন্ট মিডিয়া ও সোশ্যাল মিডিয়া। বিকাল চারটা থেকে আটটা পর্যন্ত মৌনমুখরের এই সাহিত্য সভা গুণী সমাবেশে এবং সুচারু পরিসরে মুখরিত হয়ে ওঠে।