বড়শুলে অনুষ্ঠিত হল প্রাথমিক বিদ্যালয়ের সার্কেল স্পোর্টস।

লুতুব আলি, বড়শুল : বড়শুলে অনুষ্ঠিত হল প্রাথমিক বিদ্যালয়ের সার্কেল স্পোর্টস। প্রাথমিক বিদ্যালয়, নিম্ন বুনিয়াদি বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বড়শুলে। আয়োজক পূর্ব বর্ধমানের সদর ইস্ট সার্কেল। এই ক্রিড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক। স্বাগত ভাষণ দেন এই সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক শাহানারা খাতুন। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ বিদ্যালয়ে পরিদর্শক চিন্ময় নন্দী। সার্কেল খেলার উদ্বোধন করে নিশীথ কুমার মালিক বলেন, রাজ্যের মা মাটি মানুষের জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সার্বিক শিক্ষার প্রসার ঘটে দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। কন্যাশ্রী, শিক্ষাশ্রী, রূপশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ঐক্য শ্রী সহ বিভিন্ন প্রকল্প রাজ্যে ধারাবাহিকভাবে দৃষ্টান্তমূলক কাজ করে চলেছে। এই ক্রীড়া প্রতিযোগিতায় ১০০ মিটার, ২০০ মিটার দৌড়, লং জাম্প, হাই জাম্প, জিমনাস্টিক সহ বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এই সার্কাস খেলায় যে সমস্ত প্রতিযোগিতা প্রথম স্থান লাভ করবে তারা পর্যায়ক্রমে সাব ডিভিশনাল, জেলা ও রাজ্যস্তরের খেলার সুযোগ পাবে। প্রাক প্রাথমিক স্তর থেকে ছাত্র-ছাত্রীদের হবু খেলোয়াড় তৈরি করার এই ধরনের আয়োজন দারুন ভাবে প্রভাব ফেলবে বলে অনুষ্ঠানের অন্যান্য বক্তারা মতামত ব্যক্ত করেন।