|
---|
নতুন গতি, ডিজিটাল : গরিব-দুস্থ মানুষের সহায়তায় এগিয়ে এল কলাগাছিয়া নেতাজি সংঘ। প্রতি বছরের মতো এ বছরও বিনামূল্যে চোখ পরীক্ষা শিবির, ছানি অপারেশন, ইসিজি এবং সুগার পরীক্ষা কর্মসূচি অনুষ্ঠিত হয়। একইসঙ্গে ৩০০ জন দুস্থকে দেওয়া হয় শীতবস্ত্র। শুক্রবার পূর্ব মেদিনীপুর কোলাঘাট ব্লকের কলাগাছিয়া গ্রামের এই অনুষ্ঠানে হাজির ছিলেন সমাজের বিশিষ্টজনেরা। কলাগাছিয়া নেতাজি সংঘের ২৪তম এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন— রাজ্যের মৎস্য মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, কোলাঘাট ব্লকের সভাপতি সুরজিৎ মাইতি, সহ-সভাপতি মুস্তাক আহমেদ, সাংবাদিক মিজানুর রহমান, গৌড় দাস ঠাকুর, অসীম মাঝি প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন— সুরজিৎ মাইতি, সনাতন মাইতি, জয়দেব দাস, সুদীপ্ত প্রকাশ দে প্রমুখ। এদিন ৮৩০ জন নারী ও পুরুষের চক্ষু পরীক্ষা, ১৬০ জনের সুগার পরীক্ষা এবং ২১০ জনের ইসিজি করানো হয়। হাওড়া ময়দান মিত্র সংঘ হাসপাতালের ডাক্তারবাবুদের সহযোগিতায় এই অনুষ্ঠানটি সাফল্য পায়।