জামাতে ইসলামী হিন্দের বিনামূল্যে বস্ত্র বিতরণ বড়শুলে।

লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : জামাতে ইসলামী হিন্দের বিনামূল্যে বস্ত্র বিতরণ বড়শুলে। জামাতে ইসলামী হিন্দ পূর্ব বর্ধমান জেলার বড়শুল মোকামে ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হলো দুস্থদের কম্বল বিতরণ ও গরিব ছাত্রছাত্রীদের স্কুল বিতরণ এবং বিনামূল্যে কোরআন শরীফ প্রদান। অনুষ্ঠানের প্রারম্ভে সংগঠনের জেলা সভাপতি শেখ তাহের উদ্দিন স্বাগত ভাষণ দেন। বোকামি আমির শেখ মুজিবর রহমান সকলকে অভ্যর্থনা জানান। অনুষ্ঠানের সূচনা লগ্নে পবিত্র কুরআনের সূরা হুজুরাতের চার নম্বর আয়াতের আলোকে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন আল ফাতিহা মসজিদের পেশ ইমাম হাফিজ আহমাদুল্লাহু সাহেব। এই অনুষ্ঠানটি হয় বড়শুল এর আল আতিহা জামে মসজিদ প্রাঙ্গনে। ২৫ টি গরিব পরিবারের সদস্যদের হাতে কম্বল প্রদান করা হয়। জাতি ধর্ম নির্বিশেষে এই সহায়তা পান। কম্বল বিতরণ কর্মসূচিতে আর্থিক সহযোগিতা করেছেন দিল্লি ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা সোসাইটি ফর ব্রাইট ফিউচার স্কুলের পড়ুয়ারা স্কুল ব্যাগ পেয়ে অত্যন্ত খুশি হয়েছে। অনুষ্ঠানে জামাতে ইসলামী হিন্দের পূর্ব বর্ধমান জেলার জেলা নাজিম তাহের উদ্দিন সাহেব বলেন, রক্তের সম্পর্কে আমরা সকলেই ভাই ভাই। এই মধুর সম্পর্ককে বিষাক্ত করার প্রয়াস চালাচ্ছে স্বার্থান্বেষীরা। সমস্ত কিছু বিভেদ ও হিংসার বিরুদ্ধে আমাদের লড়তে হবে। জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে একে অপরের পাশে দাঁড়ানোর অঙ্গীকারে শামিল হতে হবে। ইসলাম আমাদেরকে সেই শিক্ষাই দেয়। তিনি আরও বলেন, একে অপরের কাছাকাছি আসা দরকার এবং একে অপরকে জানা দরকার। এর ফলে ভেদাভেদের প্রাচীর ভেঙ্গে যায়। অনুষ্ঠানে বেশ কিছু অমুসলিমদের হাতে পবিত্র কোরআন শরীফ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক আজিজুল হক মৃধা, সমাজসেবী মোঃ মহসিন, শেখ শুকুর আলী সহ জামাতের বিভিন্ন স্তরের দায়িত্বশীল কর্মীগণ।