|
---|
নিজস্ব সংবাদদাতা : বর্ধমান ছোটনীলপুর হযরত মানিকপীর বয়েজ হোস্টেলে ৭৫ তম সাধারণতন্ত্র দিবস পালন করা হয়। সাড়ম্বরে সাধারণতন্ত্র দিবস উদযাপিত হয়, সাধারণতন্ত্রের লক্ষ্য ও উদ্দেশ্য উপলক্ষে সম্পাদক সেখ মনোয়ার হোসেন ছাত্রদের উদ্দেশ্যে মুসলিম স্বাধীনতা সংগ্রামীদের বীরত্বের ,দেশাত্মবোধের কথা ও তাদের আত্মত্যাগের কথা তুলে ধরেন। ছাত্রদের দেশাত্মবোধ জাগ্রত করার জন্য মুসলিম স্বাধীনতা সংগ্রামীদের কথা তুলে ধরেন এবং বাবা আম্বেদকারের কথাও তুলে ধরেন। সাধারণতন্ত্র দিবস উপলক্ষে একদিনের ক্রিকেট টুর্নামেন্ট হয় ছাত্রদের নিজস্ব মাঠে। এবং প্রতিবছরের ন্যায় এ বছরও রাত্রে হোস্টেল কতৃপক্ষ ও ছাত্রদের একসঙ্গে প্রীতি ভোজের আয়োজন করা হয়েছে।
সম্পাদক শেখ মনোয়ার হোসেন জানালেন হযরত মানিকপীর মুসলিম বয়েজ হোস্টেলে ১১০টি আবাসিক থাকার ব্যবস্থা আছে বর্তমানে ৭০ জন ছাত্র এখন আবাসিক আছে। সংখ্যালঘু ছাত্রদের বর্ধমান শহরে থাকার খুবই অসুবিধা থাকায় এই ছাত্রাবাস একটি যুগান্তকারী ভূমিকা পালন করছে ২০১৫ সাল থেকে। বর্ধমান শহরে একটি বিশ্ববিদ্যালয়, একটি ইঞ্জিনিয়ারিং কলেজ, একটি মেডিকেল ,কলেজ নার্সিং কলেজ, হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, ল কলেজ, কয়েকটি ডিপ্লোমা কলেজ ও অনেকগুলি বিএড কলেজ আছে, এছাড়াও দুটি সাধারণ কলেজ ও আছে, এছাড়াও শহরে ১৫ টির মতন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আছে, বর্তমানে মুসলিম জনগণের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ দেখা দেওয়ায় অনেক ছাত্রই শহরে পড়তে আসে কিন্তু সব কলেজে, স্কুলে, ছাত্রাবাস নাই, এবং মুসলিম ছাত্রদের আরও অনেক সমস্যা থাকায় হযরত মানিকপীর মুসলিম বয়েস হোস্টেল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে দেশ ও জাতি গঠনের ক্ষেত্রে।