|
---|
আজিজুর রহমান,গলসি : প্রজাতন্ত্র দিবস উপলক্ষে গলসির খেতুড়া গ্রামে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির করলো খেতুড়া যুব সংঘ। পাশাপাশি এলাকার মানুষের সুবিধার্থে এদিন তারা একটি নতুন অ্যাম্বুলেন্স পরিসেবা চালু করেন। ফিতে কেটে অ্যাম্বুলেন্স পরিসেবার শুভ সুচনা করেন বিশিষ্ট চিকিৎসক সাইদুল ইসলাম। পাশাপাশি এলাকার দুঃস্থ অসহায়দের পাশে দাঁড়াতে, একশোটি শীতবস্ত্র প্রদান করা হয়। বেলা দশটা নাগাদ জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে প্রজাতন্ত্র দিবসের উদযাপন করা হয়। পতাকা উত্তোলন করেন গলসি ২ নং পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্যের কর্মাধক্ষ্য সুজন মন্ডল সহ আগত অতিথিরা। খেতুড়া যুব সংঘের এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অতিথি সহ এলাকার মানুষরা। ক্লাব কতৃপক্ষের থেকে জানা গেছে, গলসি এলকায় জাতীয় সড়কে কমবেশি দুর্ঘটনা লেগে থাকে। ফলে মাঝে মধ্যেই অ্যাম্বুলেন্সের প্রয়োজন লেগে থাকে। তাই এলাকাবাসীর সুবিধার্থে তারা ওই অ্যাম্বুলেন্স পরিসেবা চালু করেছেন। এদিনের শিবিরে বহু মহিলা সহ প্রায় আশি জন মানুষ স্বেচ্ছায় রক্ত দান করেন। সংগৃহীত রক্ত টেরেসা ওম ব্লাড সেন্টারের হাতে তুলে দেওয়া হয়।