|
---|
নিজস্ব সংবাদদাতা :বিপাশা বসু মুম্বাই নিবাসী হলেও ,তার মধ্যে রয়েছে বাঙালি আনার ষোলআনা স্পর্শ। সোশ্যাল মিডিয়ায় তিনি একটি ভিডিও পোস্ট করেছেন। যা রীতিমতো পছন্দ হয়েছে নেটিজনদের। বিপাশা বসুর মেয়ে দেবীর অন্নপ্রাশনের মুহূর্ত গুলি দেখা যাচ্ছে ভিডিওতে। ষোলআনা বাঙালিয়ানা ছোঁয়া বিপাশা বসুর বেশভূসায়। প্রসঙ্গত নিজে লাল রঙের কামিজ করেছেন আর তার ছোট্ট মেয়েকে শাড়ি পড়িয়েছেন। নামকরণ থেকে মুখে ভাত সব কিছুর মধ্যেই ছোঁয়া রয়েছে বাঙালির আনার।নিজের সোশ্যাল হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করেছেন বিপাশা বসু। ইতিমধ্যেই নজর পেয়েছে ভিডিওটি।