|
---|
মহ আজহারউদ্দিন : হুগলি জেলার খানাকুল থানার অন্তর্গত কবিরাজচক গোলাম রসূল মেমোরিয়াল ট্রাস্ট এর পরিচালনায় শীতবস্ত্র বিতরণ ও ক্রিকেট প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ট্রাস্টের সাধারণ সম্পাদক হাজী নওয়াজ রাসুল সাহেব জানান অনুষ্ঠানের সভাপতি আসন অলংকিত করেন বিশিষ্ট সাংবাদিক ফিরোজ হোসেন সাহেব। অনুষ্ঠানের শুভ সূচনা হয় কোরআন পাঠের মধ্য দিয়ে, পাঠ করেন ট্রাস্ট এর পক্ষ থেকে অলিনূর রসুল, স্বাগত ভাষণ প্রদান করেন ট্রাস্টের সভাপতি শেখ নজরে রসূল সাহেব, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের রাজ্য সভাপতি জনাব অধ্যাপক ওয়াজুল হক সাহেব তিনি গোলাম রসূল মেমোরিয়াল ট্রাস্টের কর্মকাণ্ড নিয়ে ভূয়সী প্রশংসা করেন এবং এলাকার উন্নতিতে তার সার্বিক সহযোগিতা থাকবে এই মর্মে তিনি ব্যক্ত করে যান। অন্যান্য অতীতের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী কাজী আব্দুল হোসেন,হাজি একরাম রসূল, বিশিষ্ট শিক্ষক কৃষ্ণপদ পাল, দিলীপ ঘড়া, মোল্লা নইমুল হক, এনায়েত রসুল, এহসান রসূল,স্থানীয় অঞ্চল প্রধান ঝরনা কোটাল, জেলা পরিষদের সদস্য অর্জুন বর প্রমূখ। অনুষ্ঠানটিকে আরো প্রাণবন্ত, সুন্দর, সাবলীল ও সুচারুরূপে পরিচালনা করেন বিশিষ্ট শিক্ষক, প্রাজ্ঞ সঞ্চালক ও সুমধুর ধারাভাষ্যকার সৈয়দ এহতেশাম মামুন। অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় আনন্দের ঝড় বয়ে যায়।