|
---|
নূর আহমেদ, মেমারি ১৯ মার্চ,বুধবার সকালে পূর্ব বর্ধমান জেলার মেমারি গ্রামীণ হাসপাতালে নতুন প্রতীক্ষালয়ের উদ্বোধন হলো। প্রবাসী ডাক্তার বুদ্ধদেব দাঁ তাঁর মা ভারতী দাঁ-এর স্মৃতিতে মেমারি গ্রামীণ হাসপাতালে প্রসূতি মায়েদের জন্য নবনির্মিত প্রতীক্ষালয়, মহিলা শৌচাগার, মাতৃদুগ্ধ পান কেন্দ্রের উদ্বোধন করলেন। মেমারি গ্রামীণ হাসপাতালের আন্টিনাটাল ক্লিনিক ও উপস্বাস্থ্য কেন্দ্রের প্রাঙ্গনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বি এম ও এইচ ডাক্তার দেবাশীষ বালা, প্রবাসী ডাক্তার ও বিশিষ্ট সমাজ সেবী বুদ্ধদেব দাঁ, মেমারি ১ পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ আব্দুল হাকিম, বিশিষ্ট সমাজসেবী আশিষ ঘোষ দোস্তিদার সহ অন্যান্যরা।
বি এম ও এইচ ডাক্তার দেবাশীষ বালা বলেন, দীর্ঘ দিন ধরে প্রসূতি মায়েরা হাসপাতালে পরিষেবা নেওয়ার সময় উপযুক্ত পরিবেশ পাচ্ছিলেন না। ১০০ আসন বিশিষ্ট এই প্রতীক্ষালয় তৈরি হওয়ায় প্রসূতি মায়েদের উপকার হবে। নতুন প্রতীক্ষালয়ে রয়েছে আধুনিক সুবিধাসম্পন্ন মহিলা শৌচাগার, ৩ কক্ষ বিশিষ্ট মাতৃদুগ্ধ পান কেন্দ্র, পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, বৈদ্যুতিক পাখা সহ অন্যান্য সুবিধা। প্রবাসী ডাক্তার ও বিশিষ্ট সমাজ সেবী বুদ্ধদেব দাঁ বলেন, মেমারির মাটিতেই তাঁর জন্ম ও প্রাখমিক শিক্ষার ভিত্তিস্থল। তাই আজ তিনি যা কিছু হয়েছেন তা মেমারির জন্যই। আর সেই মেমারি শহরের প্রতি ও মাতা-পিতার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ এই কাজ করেছেন। প্রসঙ্গগত উল্লেখ্য এদিন তিনি পূর্বের মত আবার ২০ জন টিবি রোগীর জন্য আগামী ৬ মাসের পুষ্টিকর সুষম খাদ্য সামগ্রী প্রদানের দায়িত্ব নিলেন।