প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীর পদক চুরির ঘটনায় পুলিশের জালে গ্রেফতার এক,উদ্ধার করা হয়েছে।

সেখ আব্দুল আজিম : হুগলি, হিন্দমোটর,প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে পদক চুরির ঘটনায় পুলিশের জালে গ্রেফতার এক,উদ্ধার করা হয়েছে বহু পদক। হুগলির রিষড়া থেকে কৃষ্ণা চৌধুরী বছর উনিশের নামে এক দুষ্কৃতিকে গ্রেফতার করেছে চন্দননগর কমিশনারেটের পুলিশ। শ্রীরামপুর এক সাংবাদিক সম্মেলনে কমিশনারের ডি সি পি অর্নব বিশ্বাস বলেন মোট ২৯৫ টি পদক উদ্ধার করা হয়েছে। এরই পাশাপাশি কিছু পেতলের মুর্তি ও ধাতব কলের পাইপ উদ্ধার করা হয়। চুরি হওয়ার ঘটনা গত ১৫ ই আগষ্ট প্রকাশ্যে আসে, তার দুই দিন আগে এই ঘটনা বলে জানা গেছে,তবে পদ্মশ্রী পদক অর্জুন পুরস্কার চোর নিতে পারেনি। সেই গুলো বুলা চৌধুরীর কাছেই রয়েছে বলে জানাচ্ছেন। পুলিশ জানায় তদন্ত এখনো চলছে এর সাথে কারা কারা রয়েছে তার খোঁজ করা হচ্ছে। এদিকে পুলিশের পদক উদ্ধার হওয়া উচ্ছ্বসিত প্রাক্তন এই সাঁতারু। তাকে ডি সি ওি অফিসে উদ্ধার হওয়া পদক গুলিন দেখানো হয়। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান, এরই পাশাপাশি চন্দননগর কমিশনারের পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।