অভিনব সাহিত্য বাসরে সমুদ্র একাডেমী

সুবিদ আলি মোল্লা, নতুন গতি : সাহিত্যিক সমুদ্র বিশ্বাসের শুভ জন্মদিন ও কর্মময় জীবনকে সম্মান জানিয়ে, ১৬ আগষ্ট ২০২৫ বসিরহাট ভ্যাবলা কালীবাড়ি প্রফুল্ল প্রমিলা ভবনে, সকাল আটটা থেকে রাত্রি সাড়ে দশটা পর্যন্ত উদযাপিত হলো এক অভিনব সাহিত্যবাসর। সাম্য মৈত্রী স্বাধীনতার আরেক দৃষ্টান্ত হয়ে থাকলো এই অনুষ্ঠান ,নাম সমুদ্র মেলা। পশ্চিমবঙ্গের ১৮ টি জেলা থেকে সরকার স্বীকৃত সমুদ্র একাডেমীর আমন্ত্রণে প্রায় হাজার ছুঁই ছুঁই গুণীজন উপস্থিত হন। জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সমুদ্রমেলা হয়ে ওঠে – সম্প্রীতির এক মিলন ক্ষেত্র।

    এ বারের অনুষ্ঠানের উল্লেখযোগ্য আকর্ষণ ছিল – বিভিন্ন জেলা থেকে 130 জনকে সম্মাননা জ্ঞাপন। যেমন- জীবন কৃতি সম্মাননা – ২০২৫ যাদের প্রদান করা হলো – পার্থ চট্টোপাধ্যায়, শম্ভুনাথ বসু, আমির আলী, সুনীল চক্রবর্তী, ফারুক কায়সার, অশোক মুখোপাধ্যায়, শোভনলাল মৈত্র, ফজলুল হক, আল মাসুম,পরাশর বন্দ্যোপাধ্যায়,কালিদাস মজুমদার,রক্তিম ইসলাম, অধ্যাপক ডক্টর আব্দুর রহিম গাজী, কার্তিক চন্দ্র বিশ্বাস, মাধবী বন্দ্যোপাধ্যায়,ডঃ নিরঞ্জন বন্দ্যোপাধ্যায়,অজয় বাইন,ডঃ মোস্তফা আব্দুল কাইয়ুম,শ্রীমন্ত কুমার মন্ডল, তুষার মুখোপাধ্যায়, মোহাম্মদ পিয়ার আলী মোল্লাহ, জয়ন্ত আদিত্য রায় প্রমুখ। সমুদ্রসম্মাননা ২০২৫ যাঁদের প্রদান করা হলো – শশীবালা অধিকারী, পশুপতি বিশ্বাস, উত্তম মন্ডল, নিবেদিতা বিশ্বাস,অধ্যাপক আব্দুল কাদের দফাদার, অনিল চন্দ্র সিকদার, তরিকুল ইসলাম, সন্তোষ কুমার মন্ডল, তমালি মিত্র হালদার,আমড়াগড়ি যুবক সংঘ,দীপঙ্কর মন্ডল, বিপ্লব ব্যানার্জি, স্বদেশ রঞ্জন মন্ডল, নব প্রচেষ্টা,সহেলী সাহা, সুনিতা, ভাস্কর মিত্র, শঙ্কর মন্ডল প্রমূখ। কবি বিনোদ বেরা সম্মাননা ২০২৫ জানানো হয়- কবি জয়দেব চট্টোপাধ্যায়, কবি মানস মুখোপাধ্যায়, কবি প্রদীপ কুমার দাসকে।
    বিশিষ্ট আবৃত্তি শিল্পী পার্থ ঘোষ সম্মাননা ২০২৫ জানানো হয়- বাচিক শিল্পী অলোক দত্ত এবং সাগরময় চক্রবর্তীকে। প্রখ্যাত শিল্পপতি রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায় সম্মাননা জানানো হয়- ডক্টর চৈতালি দাস মজুমদারকে। দেবেন্দ্রনাথ নাথ সম্মাননা ২০২৫ প্রদান করা হয় – নাট্য ব্যক্তিত্ব পলাশ চক্রবর্তী ও মুকুন্দ চক্রবর্তী মহাশয়কে । কবি সাধন চন্দ্র নস্কর সম্মাননা জানানো হয়- মিঠু মন্ডল, মনিরুল ইসলাম এবং আজিজুল ইসলাম বিজয়কে। ডাক্তার সত্যেন বসু সম্মাননা – ২০২৫ জানানো হয় – বসিরহাট দক্ষিণ বিধায়ক সমাজকর্মী ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জিকে। হরি নারায়ণ ঘোষ সম্মাননা-২০২৫ জানানো হয় সাহিত্য সংস্কৃত প্রেমী সমাজকর্মী কৌশিক দত্ত মহাশয়কে। সংগীতশিল্পী চিরঞ্জিত বসু সম্মাননা ২০২৫ এবছরের প্রাপক তন্দ্রা সরকার ও জয়শ্রী সরকার। বিশিষ্ট যাত্রা শিল্পী মোহন চ্যাটার্জি সম্মাননা ২০২৫ এ সম্মানিত হলেন- দীপঙ্কর মন্ডল। অমিয় বন্দ্যোপাধ্যায় সম্মাননা ২০২৫ এ সম্মানিত হলেন – গৌতম ব্রহ্ম, ডাক্তার রুহুল আমিন ,জয়ন্তী নাথ উত্তম সেন। সাহিত্য সংস্কৃত প্রেমী প্রতিমা পোদ্দার সম্মাননা ২০২৫ এ সম্মানিত হলেন মানবিকা ব্রহ্ম, সুদিন গোলদার মহাশয়কে। কুমুদ রঞ্জন বন্দ্যোপাধ্যায় সম্মাননা – 2025 সম্মানিত হলেন দেবব্রত রায় চৌধুরী। প্রখ্যাত তবলা শিল্পী রাধাকান্ত নন্দী সম্মাননা 2025 সম্মানিত হলেন বিশিষ্ট তবলা শিল্পী হারান ঘোষ, প্রদীপ ব্যানার্জি সম্মাননা ২০২৫ এ সম্মানিত হলেন সমর ঘোষ ও সর্ণালী মন্ডল। বর্ষসেরা সমাজকর্মী সম্মাননা – ২০২৫ পেলেন ষষ্ঠী কীর্তনীয়া, গোপীনাথ রায়, সৌম্যক বিশ্বাস, জয়ন্ত মাঝি প্রমূখ। সমাজ বন্ধু সম্মাননা পেলেন বিশিষ্ট সমাজকর্মী লেখক রামপ্রসাদ হালদার।
    উপস্থিত লেখক, শিল্পী,কবি,অধ্যাপক, গবেষক,প্রশাসনিক স্তরের শিল্পী, নাট্য ব্যক্তিত্ব,সমস্ত স্তরের গুণীজনের মুখে সমুদ্র বিশ্বাসের কর্মময় জীবনের ভূয়োসী প্রশংসা। মলয় দাস সম্পাদিত “উত্তর ২৪ পরগনা জেলা হিতৈষী” এর “সমুদ্র বিশ্বাস বিশেষ সংখ্যা” এবং বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত “সমুদ্র বার্তা”র “সমুদ্র বিশ্বাস বিশেষ বিশেষ সংখ্যা” আনুষ্ঠানিক প্রকাশিত হলো। বসিরহাট সমুদ্র মেলার উদ্বোধক সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিক্ষক বিশ্বনাথ মুখোপাধ্যায় বলেন- “এক অনুষ্ঠানে বিভিন্ন অঞ্চলের এত গুণীজন সচরাচর দেখা যায় না। জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল স্তরের মানুষ একত্রিত হয়ে ভবিষ্যৎ প্রজন্মকে এই বসিরহাট সমুদ্র মেলা সম্প্রীতির এক নতুন বার্তা দিলেন। আমি সমুদ্র একাডেমীর সমস্ত কর্মকর্তাকে অন্তর থেকে আশীর্বাদ করি। তাঁরা যেন এই জাতীয় কাজ করে, মানুষের হৃদয় দখল করেন।” কমল সাহা, সন্দীপ কুমার মান্না, তপন মুখার্জি,কার্তিক চন্দ্র বিশ্বাস, সুভাষ চন্দ্র সাহা, সুকুমার বিশ্বাস,সুভাষ নারায়ণ বসু, চিনু বসু, চন্দ্রা দাস, অরুণ কুমার মিত্র, সচিন কুমার হালদার, মহুয়া গাঙ্গুলী, সুতপা দাস, জলি বোস,মিতালী রায়, সুভাষচন্দ্র সাহা, জয়া বন্দ্যোপাধ্যায়, সঞ্চিতা চট্টোপাধ্যায়, মিঠু মন্ডল,ইউসুফ মোল্লা, মনোরঞ্জন হালদার, মনোরঞ্জন হালদার,অপূর্ব চট্টোপাধ্যায়,রাজেশ সরকার, অলক বিশ্বাস, আশরাফ উদ্দিন মুন্সী,তপন মুখার্জী, ইমরান দফাদার, সানিয়া খাতুন, শাহানুর বিবি মন্ডল, কল্পনা দেউরি, সোমা সাহা, সুদীপ্তা সরকার,মনিকা পাল, তাপসী রায়, তুহিনা পারভীন, নীলিমা বিবি,ডক্টর জয়শ্রী মিত্র, কাকলি রায়, দীপঙ্কর পাল,মিলন পাল, বিপ্লব দে বিশ্বাস, মনিশঙ্কর মন্ডল, ফুলেশ্বরী গানয়ে, রূপ কুমার দত্ত, মৃণাল কান্তি দাস, লালটু সান্যাল,শ্যামলী সান্যাল,রিনা দাস, অঙ্কিতা দাস, করবি ব্যানার্জি,দীপঙ্কর মন্ডল, শ্রাবণী মৈত্র, শোভন লাল মৈত্র,অরূপ পান্তী, বাকীবিল্লাহ ও কমল কুমার খাঁড়া, সুবিদ আলি মোল্লা প্রমূখ কবি লেখক শিল্পী নানা আঙ্গিকের কবিতা পাঠ ও গানের মধ্য দিয়ে সমগ্র অনুষ্ঠান মাতিয়ে তুললেন। সকলের মুখেই অনুষ্ঠানের প্রশংসা ও জয়ধ্বনি শুনে সমুদ্র একাডেমীর সদস্যরাও আপ্লূত। প্রতিধ্বনি পত্রিকার সম্পাদক – লেখক সুদিন গোলদার বলেন, আমাদের সকলের প্রিয় কথা সাহিত্যিক সমুদ্র বিশ্বাসের জন্মদিনে সমুদ্র অ্যাকাডেমীর সমুদ্র মেলায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা এত গুণীজন একত্রিত হয়ে আলোর বার্তা দিলেন। জাতি ধর্ম বর্ণ ভুলে ভালোবাসার বন্ধনে সমুদ্র মেলা বেধে-বিধে থাকার জ্বলন্ত উদাহরণ “। স্বরূপ নগর বার্তার সম্পাদক জাহাঙ্গীর হাবিব বলেন -” আমি অভিভূত। প্রিয় কথা সাহিত্যিক সমুদ্র বিশ্বাসের জন্মদিনে যেন চাঁদের হাট বসেছে। এত গুণী সমাগম এক কথায় অসাধারণ। ” সমুদ্র বিশ্বাসের কর্ম ও বর্ণময় জীবন ঘিরে বহু মানুষ সঙ্গীত রচনা করেছেন। নাটক রচনা করেছেন। বহু শিল্পী গান বেধেছেন। বিভিন্ন অঞ্চলে জারি গান, যাত্রাপালা, নাটক, পালা গান প্রভৃতি অনুষ্ঠিত হয়। তবে এই দিন সম্পাদক তুহিনা হকের গলায় সমুদ্র বিশ্বাসের কর্মময় জীবন নিয়ে অসাধারণ গান পরিবেশিত হয়। গান গেয়ে সকলকে মুগ্ধ করেন জয়শ্রী সরকার, নরেশ চন্দ্র সরকার প্রমুখ। সমুদ্র একাডেমীর সভাপতি লেখক শিল্পী ললিতা কয়াল তার বিদায় ভাষণে বলেন, এভাবে আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা সমুদ্র অ্যাকাডেমিতে বর্ষিত হোক। আমাদের পরবর্তী প্রজন্ম আপনাদের আলোয় আলোকিত হোক। বসিরহাট দক্ষিণ বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি বলেন, “বিভিন্ন জেলা থেকে আগত সাহিত্য সংস্কৃত প্রেমীগুণীজন একত্রিত হয়ে মানুষের হৃদয়ে জ্ঞানের আলো জ্বালার শপথ নিয়েছেন,তা দেখে আমি মুগ্ধ।”
    সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মিনি সাহা, রুপা ব্যানার্জি, সাহানি নাসরিন, কল্পনা মন্ডল, সেলিমা দফাদার, লায়লা সাবিকুন নাহার, জাহাঙ্গীর মণ্ডল, সাধনা মজুমদার সহ সম্মিলিত সকলে মিলে সমাপ্তি সংগীত পরিবেশন করেন। তবে হাসিম আব্দুল হালিম, বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় ও রমজান আলী মন্ডল দক্ষতার সঙ্গে গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন। এবং প্রায় হাজার দর্শকের মন জয় করেন। যাকে কেন্দ্র করে এই সারাদিনের আয়োজন সেই সাহিত্যিক সমুদ্র বিশ্বাস জানান, আমি অভিভূত মানুষের ভালোবাসা পেয়ে।