বিবেক চ্যালেঞ্জ কাপ নকআউট ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত খেলা

সেখ সামসুদ্দিন, ২ মার্চঃ মেমারি পৌরসভা আয়োজিত বিবেক চ্যালেঞ্জ কাপ ২০২৪-২৫ নকআউট ফুটবল প্রতিযোগিতার আজ চূড়ান্ত পর্যায়ের খেলা হয় মেমারি স্টেডিয়ামে।প্রতিযোগিতায় ১৬টি দল অংশগ্রহণ করে। আজ রবিবার বৈদ্যবাটী বি এস পার্ক ও চন্দননগর বয়েজ স্পোটিং ক্লাব চূড়ান্ত খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে। ৩৫ মিনিট করে খেলায় প্রথম অর্ধে কোনো দল গোল দিতে না পারলেও দ্বিতীয় অর্ধের শেষের দিকে চন্দননগর টিম অল্প সময়ের ব্যবধানে দুইটি গোল করে এবং ২-০ গোলে বৈদ্যবাটী বিএস পার্ক টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় চন্দননগর বয়েজ স্পোটিং ক্লাব। জয়ী দলের অমিত টুডু ও তুহিন সিকদার একটি করে গোল করে । মাঠে উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, কাউন্সিলর সেখ ইউসুফ, ডাঃ চিরঞ্জীব ঘোষ, বাপি ব্যানার্জী ও কাউন্সিলর রত্না দাস সহ পুরানো দিনের বয়স্ক খেলোয়াড়বৃন্দ। এদিন গ্যালারিও ছিল পরিপূর্ণ। চ্যাম্পিয়ন টিমের হাতে সুদৃশ্য ট্রফি, পঞ্চাশ হাজার টাকা সহ ব্যক্তিগত পুরস্কার এবং রানার্স টিমের হাতে ট্রফি, চল্লিশ হাজার টাকা সহ ব্যক্তিগত পুরস্কার তুলে দেন চেয়ারম্যান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।