বিপ্লব চ্যাটার্জী স্মৃতি সম্প্রীতি কাপ ক্রিকেট টুর্নামেন্ট

সেখ সামসুদ্দিন, ১৯ ডিসেম্বরঃ দক্ষিণ মেমারি খাঁড়ো যুবক সংঘের পরিচালনায় ডাঃ বিপ্লব চ্যাটার্জী স্মৃতি সম্প্রীতি কাপ ক্রিকেট টুর্নামেন্ট খাঁড়ো ফুটবল মাঠে আয়োজিত হতে চলেছে শীঘ্র। ৮টি টিমের কর্ণধার ও ক্যাপ্টেনকে প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়। প্রতিযোগিতার নিয়মাবলী যথাক্রমে ১) দিনে একটি করে খেলা হবে। ২) প্রতিটি ম্যাচ ১৬ ওভার করে হবে। ৩) ২০০০/- টাকা দিয়ে নাম নথিভুক্ত করতে হবে। ৪) প্রত্যেক টিমকে দুটি করে সবুজ (সিক্সার) বল কিনতে হবে (বল ফেরত যোগ্য নয়)। ৫) টিমের নিজস্ব জার্সি আনতে হবে। ৬) দুপুর ১২ কার মধ্যে মাঠে হাজির হতে হবে। ৭) অতিরিক্ত নিয়ম মাঠে বলে দেওয়া হবে। এই প্রতিযোগিতার চূড়ান্ত খেলা ২৬ জানুয়ারি হবে। প্রতিযোগিতার খেলার তারিখ ও প্রতিপক্ষ দুই টিমের নাম ফোনে জানানো হবে। ফাইনালে বিজয়ী দলকে ১২০০০ টাকা নগদ ও ট্রফি প্রদান করা হবে। বিজিত দলকে নগদ ৮০০০ টাকা ও ট্রফি প্রদান করা হবে। প্রত্যেক ম্যাচে ম্যান অফ দি ম্যাচ পুরস্কার থাকবে। ফাইনালে ম্যান অফ দি সিরিজ, বেস্ট বোলার, বেস্ট ফিল্ডার পুরস্কার থাকবে। বিস্তারিত জানতে যোগাযোগ ৯৩৩৩৭৭৫২০১/৯৯৩২১৯৪৬৮৪।