চাকরি হারিয়ে দ্বিতীয় দিন স্কুলে এসে কান্নায় ভেঙে পড়লেন শিক্ষকরা!

নুরউদ্দিন: পাথরপ্রতিমা : সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক শিক্ষিকা। দক্ষিণ ২৪ পরগনার প্রায় স্কুল এখন অচল অবস্থা। অতি কষ্ট দুঃখের মধ্যেও দেখা গেল চাকরি হারানোর শিক্ষকদের মানবিক মুখ। দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের অচিন্ত্য নগর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম শ্রীপতিনগর ডক্টর বিসি রায় মেমোরিয়াল হাই স্কুলে ৬০০

    ছাত্র-ছাত্রী, শিক্ষক ও শিক্ষকা কর্মচারী মিলিয়ে ছিলেন ৭ জন,বেশ চলছিল ছাত্রদের পোড়াসোনা, তার মধ্যেই বিনা মেঘে বজ্রাঘাত। হাইকোর্টের নির্দেশে ঐ স্কুলে ৬ জনের চাকরি চলে গেল, ৪ জন শিক্ষক ও ২ জন শিক্ষিকা কর্মচারীর।
    বর্তমানে চলছে স্কুলে পরীক্ষা, দিশেহারা হয়ে পড়েন স্কুলের একমাত্র শিক্ষক পার্থসারথি মিশ্র।। হঠাৎ দেখা যায় চাকরি হারানো শিক্ষকরা শুক্রবার স্কুলে এসেছেন, প্রধান শিক্ষক তাদের ধন্যবাদ জানান। তবে স্কুলে এসেই শিক্ষকরা কান্নায় ভেঙে পড়েন। কষ্টের মধ্যেও শিক্ষকরা জানান স্কুলের ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে তারা স্কুলে এসেছেন। তবে স্কুলের ছাত্রদের দাবি,আগামী দিনে শিক্ষক না এলে স্কুল বন্ধ হয়ে যাবে,পড়াশোনা আর করতে পারবে না,তাই সরকারের উচিত এখনি এই স্কুলে শিক্ষক নিয়োগ চাই।