|
---|
রায়দিঘী:নুরউদ্দিন : মথুরাপুর দু’নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির মিটিং হলে পালিত হল মৎস্য চাষী দিবস, ২০০১ সালে ১০শে জুলাইকে জাতীয় মাছ মৎস্য দিবস হিসাবে ঘোষণা করেছিল ভারত সরকার, মৎস্য পেশাজীবী এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সহ জলজ চাষের সাথে জড়িতদের সাথে সংহতি প্রদর্শন করা, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিচার্জ ২০০১ সালে প্রথম জাতীয় মাছ চাষী দিবস অনুষ্ঠানের তদারকি করে, তারপর থেকেই ১০ই জুলাই জাতীয় মৎস্য চাষী দিবস পালন করা হয়, বুধবার অর্থাৎ ১০ ই জুলাই রায়দিঘীর মথুরাপুর ২ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির মিটিং হলে পালিত হল মৎস্য চাষি দিবস, এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মথুরাপুর ২ নম্বর ব্লক আধিকারিক নাজির হোসেন, পঞ্চায়েত সমিতির সভাপতি জয়ভূষণ ভান্ডারী, মৎস্য সম্প্রসারণ আধিকারিক সন্দীপ ভৌমিক, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সংকীর্তন শিকারি, মৎস্য ও প্রাণী দপ্তরের কর্মদক্ষ পারমিতা মজুমদার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা সহ প্রায় ১০০ জন মৎস্যজীবী, এই অনুষ্ঠানে মৎস্য চাষীদের নিয়ে একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়,প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কারের আয়োজন করা হয় এবং প্রতিবছর মথুরাপুর দু’নম্বর ব্লকে পালিত হয় মৎস্য চাষি দিবস।