| |
|---|
নিজস্ব সংবাদদাতা : নলেজ সিটি, ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার নলেজ সিটিতে গত এক সপ্তাহ ধরে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলেজ সিটির কর্ণধার আব্দুর রব মহাশয় ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। নলেজ সিটির কর্ণধার আব্দুর রব সাহেবের সহযোগিতায় বিভিন্ন জায়গা থেকে বাস ভর্তি রাশি রাশি কবি সাহিত্যিক ও গুণীজনদের সমারহ ঘটে এবং ব্যাচ, উত্তরীয় ও স্মারক সম্মান দিয়ে বিশিষ্টজনদের বরণ করা হয়। উপস্থিত ছিলেন প্রতিভা সন্ধান পত্রিকার সম্পাদক ইউসুফ মোল্লা, লেখক ও কবি মুস্তাফিজুর রহমান, শিক্ষিকা দীপা ম্যাডাম, কবি ও সাহিত্যিক বরুণ চক্রবর্তী, কবি সাহিত্যিক ও ক্রীড়াবিদ ডাঃ এস ইয়াসমিন প্রমূখ। বিশাল এই অনুষ্ঠান শেষে নলেজ সিটির ভেতরের তৈরি আব্দুর রব মহাশয়ের পিতার নামাঙ্কিত ভবন, ল-কলেজ ও বিএড কলেজ পরিদর্শন ও গুণীজনদের সঙ্গে আলাপ সেরে হস্তশিল্প প্রদর্শনী মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।


