|
---|
খান আরশাদ, বীরভূম:
চুরি যাওয়া বাইক উদ্ধার করল রাজনগর থানার পুলিশ। সোমবার রাজনগরে বিস্তারিত জানালেন চুরি যাওয়া বাইকের মালিক অনুপ দে ওরফে মিঠুন।
গত একুশে ফেব্রুয়ারি রাজনগরের বড় বাজারের এক ব্যবসায়ী অনুপ দে, তিনি তার বাইকটি অন্যান্য দিনের মতোই তার দোকানের পাশে একটি বাড়ির সামনে রেখেছিলেন ২১ শে ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা সাতটার নাগাদ। এরপর ঘন্টা দুয়েক পর অনুপ দে তার বাইকটি সেখান থেকে আনতে গেলে দেখেন সেখানে তার বাইকটি নেই। অনেক খোঁজাখুঁজির পরও বাইকটির কোন সন্ধান পাওয়া যায়নি। এরপর রাজনগর থানার ভিলেজ পুলিশ দেবাশীষ ওঝাকে বিষয়টি তিনি জানান। পরে রাজনগর থানায় লিখিতভাবে বিষয়টি জানান। এরপরই রাজনগর থানার ওসি ঝুমুর সিনহার নেতৃত্বে বাইকটির সন্ধান শুরু হয় এবং গোপন সূত্রে খবর পেয়ে ওসি ঝুমুর সিনহার নির্দেশে দুসরা মার্চ রবিবার সন্ধ্যা নাগাদ SI অরিন্দম দেবনাথ সহ অন্যান্য পুলিশ কর্মীরা খয়রাশোল ব্লকের কাঁকরতলা সংলগ্ন হরিয়েকতলা এলাকায় সন্দেহভাজন দুই বাইক আরোহীর পিছন ধাওয়া করেন। পুলিশের তাড়া খেয়ে ওই দুই বাইক আরোহী বাইক দুটি ফেলে পালিয়ে যায়। এরমধ্যে পুলিশ এই দুটি বাইক উদ্ধার করলে দেখা যায় চুরি হওয়া ওই বাইকটিও রয়েছে।
বিভিন্ন স্থানের সি-সি টিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে, পাশাপাশি গোপন ভাবে তদন্ত শুরু করে পুলিশের এই সাফল্য আসে।
চুরি হওয়া এই বাইকের পাশাপাশি পুলিশ ওই দুই দুষ্কৃতীদেরও বাইকটি থানায় নিয়ে আসে।
বাইক উদ্ধারের খবর পেয়ে পুলিশকে রাজনগর থানার ওসি সহ অন্যান্য আধিকারিকদের আন্তরিক ভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন অনুপ দে।