রাজনগরের চন্দ্রপুর থানার হরিশবাঁধ গ্রামে গরু চুরি করতে গিয়ে গ্রামবাসীদের কাছে হাতেনাতে ধরা পড়লো ২ চোর

 

    খান আরশাদ, বীরভূম:

    রাজনগরের চন্দ্রপুর থানার হরিশবাঁধ গ্রামে গরু চুরি করতে গিয়ে গ্রামবাসীদের কাছে হাতেনাতে ধরা পড়লো ২ চোর।
    রাজনগরের চন্দ্রপুর থানার লাউজোড় গ্রামের কানাই ডোম তার দুটি গরুকে গ্রামের পাশেই হরিশবাঁধ নামে একটি জায়গায় দড়িতে বেঁধে চরতে দিয়েছিলেন। দুপুর একটা নাগাদ গরুগুলিকে আনতে গিয়ে তিনি দেখতে পান, তার গরু গুলোকে কয়েকজন লোক টোটোতে ধরাধরি করে তুলে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। কানাই ডোম চিৎকার চেঁচামেচি শুরু করলে আশেপাশের লোক সেখানে জড়ো হয় এবং দুই জন চোরকে হাতেনাতে ধরে ফেলে। এরপর চন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে, ওই দুই চোরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এবং তাদের টোটো টিও চন্দ্রপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করছে।