|
---|
খান আরশাদ, বীরভূম:
রাস্তা সংস্কার না হলে ভোট বয়কটের হুমকি দিলেন রাজনগরের জয়পুর অঞ্চলের গ্রামবাসীরা ।
রাজনগরের জয়পুর গ্রাম পঞ্চায়েতের গোয়াবাগান, কুড়ুলমাটিয়া ও পটলপুর গ্রামের রাস্তা এক ভয়ানক অবস্থায় এখন পরিণত হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ বহুদিন ধরেই কয়েক কিলোমিটার এই রাস্তার বেহালদশা হয়ে রয়েছে। এবারের বর্ষায় গত তিন চার মাস থেকে এই রাস্তা আরও ভয়াবহ রূপ নিয়েছে।
এই তিনটি গ্রামে প্রায় হাজার দুয়েক মানুষের বাস বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পুরো রাস্তা জলকাদায় ভর্তি থাকার ফলে রাজনগর বাজারের সঙ্গে প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিগত কয়েক মাস ধরে।
গ্রামে কেউ অসুস্থ হলে কোন অ্যাম্বুলেন্স এই রাস্তায় আসতে পারে না। ফলে রোগীদের খাটিয়াতে করে হাসপাতালে নিয়ে যেতে হয়।
এমনকি প্রসূতি মায়েদেরকেও এই ভাবেই খাটিয়াতে করে এই জল-কাদার রাস্তা ডিঙিয়ে হাসপাতালে নিয়ে যেতে হয়।
পড়ুয়াদেরও একই অবস্থা, বাড়ির ছেলে মেয়েদের স্কুলে যেতে চরম সমস্যা হয়।
গ্রামবাসীদের বক্তব্য প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি।
গ্রামবাসীরা জানিয়েছেন ২৬ শে নির্বাচনের আগে এই রাস্তা পাকা করতে হবে। না হলে তাঁরা ভোট বয়কট করবেন।
প্রসঙ্গত: উল্লেখ্য ২০২১-শের নির্বাচনেও এখানে নদীর ওপর ব্রিজ তৈরীর দাবিতে ভোট বয়কট করেছিলেন এই কুড়ুলমাটিয়া গ্রামের বাসিন্দারা।
ঝাড়খন্ড সীমান্তবর্তী কুড়ুলমাটিয়া গ্রামের বাসিন্দা বাসোকি কিস্কু, গোয়াবাগান গ্রামের বাপি ঘোষ, প্রফুল্ল ঘোষ, পটলপুর গ্রামের বাবলু দাসেদের দাবী যেভাবেই হোক একটি ভালো রাস্তা তৈরি করা হোক, যাতে এই এলাকার মানুষরা এই চরম দুর্দশা থেকে মুক্তি পায়।
এ বিষয়ে রাজনগরের বিডিও শুভাশিস চক্রবর্তী জানান তিনি তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন এবং যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তাটি তৈরীর ব্যবস্থা হবে।