|
---|
নূর আহমেদ, মেমারি, ১৯ আগষ্ট ২০২৫ সারা ভারত সংযুক্ত কিষান মোর্চা মেমারি ১ পূর্ব ও পশ্চিম ব্লক কমিটির ডাকে বিডিও অফিস অভিযান করে বিডিও শতরূাপা দাস কে ৪ দফা দাবী সম্বলিত স্মারকলিপি দেওয়া হয়। দাবীগুলির মধ্যে অন্নতম হল ১০০ দিনের কাজ চালু করতে হবে এবং বকেয়া মজুরী দিতে হবে, অবিলম্বে সরকার ৬৫০ টাকা বস্তা দরে আলু কিনতে হবে, কৃষকের কৃষিঋণ মকুব করতে হবে, স্মার্ট মিটার বাতিল করতে হবে। প্রায় ২ ঘন্টা বিডিও শতরূপা দাস কে ঘিরে রেখে ৪ ক ফর্ম জমা নিতে বাধ্য করা হয়েছে। ৮৫০ টি ৪ ক ফর্ম জমা নিয়ে রিসিভ দিতে বাধ্য করা হয়। ১৫ দিনের মধ্যে কাজ চালু করতে হবে এই দাবী রেখেছেন। বিডিও শতরূপা দাস স্মারকলিপি গ্রহণ কহণ করে আশ্বাস দিয়েছেন এখনও সার্কুলার আসেনি এই কপি আমার উচ্চতর অফিসে পাঠিয়ে দেওয়া হবে। সার্কুলার এলে কাজ চালু হয়ে যাবে। বৃষ্টিকে উপেক্ষা করে প্রায় ১০০০ মানুষের জমায়েত হয়ে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান। গরীব খেটে খাওয়া মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বিক্ষোভ চলাকালীন বক্তব্য রাখেন কৃষকনেতা আন্তাজ আলি দফাদার, জয়দেব ঘোষ, কৃষাণু ভদ্র, সনৎ ব্যানার্জী, নিমাই হাঁসদা, পার্বতী হেমরম, সঞ্জয় গুঁই। নেতৃবৃন্দ বলেন আমরা দেখেছি দুয়ারে সরকারে লক্ষ লক্ষ টাকা খরচা হয় কিন্তু কোন কাজ হয় না, বিডিও অফিসে বস্তা বন্দী হয়ে পড়ে থাকে ফর্মগুলো। তাই নামেই দুয়ারে সরকার। আমরা তাই কাজ পায়নি, জব কার্ড হোল্ডাররা কোন কাজ পায়নি, তাই বিডিও ম্যামের কাছে চলে এসেছি। বিক্ষোভ শেষে বিডিও অফিস থেকে মিছিল করে এসে বামুনপাড়া মোড়ে এসে ১৫ মিনিট রাস্তা অবরোধ করেন কৃষকরা।
ফটো ক্যাপশনঃ বিডিও অফিসের সামনে বিক্ষোভ, মিছিলের ছবি ও রাস্তা অবরোধ।