২৬ হাজার চাকরি খেয়েছে সিপিএম বিজেপি,প্রতিবাদে ধিক্কার মিছিল তৃণমূলের!

নুরউদ্দিন : মথুরাপুর : ২৬ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল নিয়ে এখন রাজ্য রাজনীতি উত্তাল, সেই মর্মে এবার পথে নামলো রাজ্য তৃণমূল, দেখা যায় দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর লোকসভার প্রত্যেকটি ব্লকে ব্লকে এই ধিক্কার মিছিলের আয়োজন করা হয়, পাশাপাশি এদিন দেখা যায় মথুরাপুর ২ নম্বর ব্লকের তৃণমূল সমর্থকরা বিজেপি ও সিপিএমকে কটাক্ষ করতে ছাড়েননি ধিক্কার মিছিল থেকে। শুক্রবার বিকেলে মথুরাপুর ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস,তৃণমূল যুব কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে এই ধিক্কার মিছিলের আয়োজন করা হয়, এদিন তৃণমূল কংগ্রেসের বক্তব্যে উঠে আসে বিজেপি ও সিপিএমের যৌথ ষড়যন্ত্রে ২৬ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল কেন করা হলো? সেই জবাব চেয়ে এই ধিক্কার মিছিলের আয়োজন করে তৃণমূল কংগ্রেস। এই ধিক্কার প্রতিবাদ সভা থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য উদয় হালদার বলেন বিজেপি এবং সিপিএম যেভাবে ২৬ হাজার চাকরি খেয়েছে তার প্রতিবাদে এই ধিক্কার মিছিল। এদিন রায়দিঘীর বিধায়ক ডঃ অলক জলদাতা বলেন ২৬ হাজার যে শিক্ষক বাতিল হয়েছে তাদের পাশে আছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এই ধিক্কার মিছিলে উপস্থিত ছিলেন মথুরাপুর ২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি প্রশান্ত সরকার, ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অনিমেষ কপাট, ছাত্র নেতা আনসার বৈদ্য, কাইফ মোল্লা, সহ প্রায় ১ হাজার তৃণমূল সমর্থকরা।