|
---|
নূর আহমেদ, মেমারি ২৬ জানুয়ারি। রবিবার মেমারি ১ পশ্চিম এরিয়া কমিটির উদ্যোগে ৭৬ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মানব বন্ধন কর্মসূচি হয়। মেমারি কৃষ্ণ বাজার মোড়ে।শপথ বাক্য পাঠ করেন, পার্টি নেতা অশোক যশ। বক্তব্য রাখেন, পিন্টু ভট্রাচার্য্য, কালু রায়, এছাড়াও বক্তব্য রাখেন, মেমারি ১ পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক পিযুষ বিশ্বাস। উপস্থিত ছিলন,শ্যামলিনা কোঙার, চিন্থা কোঙার, মনিষা চক্রবর্তী, আলপনা মিত্র