কলেজ সার্ভিস কমিশনে নিয়োগে বাধা,ওবিসি শংসাপত্র না দেওয়ায় কাঠগড়ায় খড়গপুর এসডিও

নিজস্ব সংবাদদাতা-কলেজ সার্ভিস কমিশনে ও বি সি- এ আপডেট শংসাপত্র দিতে না পারায় চাকরির নিয়োগপত্র  পাচ্ছে না সফল চাকরি প্রার্থী। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ডেবরার বাসিন্দা ডক্টর শেখ রুপা রাহিলার সাথে। ডেবরার বিডিও পারিবারিক আইন সংক্রান্ত শংসাপত্র দিলেও খড়্গপুর মহকুমা শাসক ওবিসি এ আপডেট দিচ্ছে না বলে অভিযোগ। যার ফলে সফল হয়েও শংসাপত্র পাচ্ছেনা বিবিএ বিষয়ে সফল ওই চাকরি প্রার্থী।বাধ্য হয়ে খড়্গপুর মহকুমা শাসকের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। নিয়ম অনুযায়ী পরিবারের আয় সংক্রান্ত তথ্য দিয়ে ওবিসি সার্টিফিকেট আপডেট করা যায়। 2017 সালে কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী পরিবারের বার্ষিক আয় আট লাখের নিচে হলে ওবিসি তালিকায় ওই পরিবারকে সংযুক্ত করা যাবে। সে ক্ষেত্রে ওই পরিবারের সদস্যরা ওবিসি শংসাপত্র পাবেন। কলকাতা হাইকোর্টে শেখ রাহিলার আইনজীবী শবনম সুলতানা বলেন আমার মক্কেলের পারিবারিক আয় বার্ষিক চার লাখের কিছু বেশি,  8 লাখ পর্যন্ত ছাড় দেওয়া আছে। বিডিও ওর ইস্যু করা সেই ইনকাম সার্টিফিকেট অনুযায়ী ওবিসি সার্টিফিকেট আপডেট করা হচ্ছে না ।কলেজ সার্ভিস কমিশনের একজন সফল চাকরি প্রার্থী কে অনৈতিক ভাবে বঞ্চিত করা হচ্ছে। সেই বিষয়টি আদালতের কাছে তুলে ধরা হয়। এদিকে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী অন্তর্বতীকালীন নির্দেশ জানিয়েছেন এই মামলার চূড়ান্ত রায় না আসলে আশুতোষ কলেজের ওবিসি বিভাগের বিবিএ সহকারী অধ্যাপক নিয়োগ করা যাবে না। পাশাপাশি কেন ওই চাকরিপ্রার্থীকে আপডেট ওবিসি সার্টিফিকেট দেওয়া হচ্ছে না এসডিও র  জবাবদিহি জানতে চেয়েছেন বিচারপতি। আগামী 30 তারিখ আবার পরবর্তী শুনানি রয়েছে।