৭৫তম বর্ষ উদযাপন ম্যাচপোতা উচ্চ বিদ্যালয়ের

রহমতুল্লাহ : গত ২০ ও ২১শে জানুয়ারি নাকাশিপাড়ার ম্যাচপোতা উচ্চ বিদ্যালয়ের ৭৫তম বর্ষ উদযাপন অনুষ্ঠান হয়ে গেল। প্রভাতফেরী মাধ্যমে অনুষ্ঠানের প্রারম্ভিক সূচনা হয়।প্রদীপ প্রজ্জ্বোলনে মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক আকবর আলী ও সভাপতিত্ব করেন প্রাক্তন প্রধানশিক্ষক এনামুল হক। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ড. মানিক ভট্টাচার্য, ধনঞ্জপুর পঞ্চায়েতের প্রধান জ্যোৎস্না বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি সুজাতা হালদার, নাকাশিপাড়া চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সুকান্ত সরকার, বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি ওয়াছের আলী সহ আরো অনেকে।এছাড়াও উপস্থিত ছিলেন বাংলার বিশিষ্ট কথাসাহিত্যিক আনসারউদ্দিন, কবি শ্যামাপ্রসাদ ঘোষ,কবি নীলাদ্রি শেখর সরকার,চৈতন্য দাশ,দীনমহাম্মদ সেখ বাচিক শিল্পী তাপসী সিংহ সহ আরও অনেকে। বিদ্যালয়ে দুদিন ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় যেমন – বসে আঁকো প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি,কবি সম্মেলন, নাটক প্রভৃতি।এছাড়াও সান্ধ্যকালীন সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয় “মনপাখি”র পক্ষ থেকে। ৭৫বর্ষ উদযাপন উপলক্ষে প্রকাশ করা হয় স্মরণিকা। প্রকাশ করেন বিশিষ্ট কথাসাহিত্যিক আনসারউদ্দিন। বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা মিলে মঞ্চস্থ করেন “বাল্যবিবাহ রোধ” নাটক। বিদ্যালয়ের প্রাক্তনীরা স্মৃতিচারণা করেন । বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রিয়ব্রত বিশ্বাস মহাশয় এই বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ভাষণে বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন ও আগামী ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। বিদ্যালয়ের বর্তমানও প্রাক্তন ছাত্রছাত্রী, স্কুল কমিটির সদস্য সকলে স্বতঃস্ফূর্ত ভূমিকা তিনি বক্তব্যে তুলে ধরেন । এই বর্ষপূর্তি উৎসব উপলক্ষে এলাকার মানুষের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।