|
---|
দেবজিৎ মুখার্জি: ড্যামেজ কন্ট্রোলে নামলো কংগ্রেস। বুধবার রাতে আলকা লম্বার দিল্লির সব আসনে প্রতিনিধি দেওয়ার মন্তব্যে ক্ষুব্ধ হয় আপ। আর ইন্ডিয়া জোটকে বাঁচাতে এবার মুখ খুললো কংগ্রেস নেতা দীপক বাবারিয়া।
তিনি বলেন, “দলের সিদ্ধান্ত বা আসন সমঝোতা নিয়ে ঘোষণা করার অলকা লম্বা কেউ নন। কোনওরকম জোট নিয়ে আলোচনা হতে পারে শুধু মল্লিকার্জুন খাড়গের স্তরে। অর্থাৎ একেবারে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের স্তরে। অলকা লম্বা অপরিপক্ক। তাঁর মন্তব্যকে বিবৃতিও হয়েছে।”