|
---|
নূর আহমেদ,মেমারি : ৯ জানুয়ারি ২০২৫,স্বর্ণশিল্পীদের কালাদিবসকে স্মরণ করে পূর্ব বর্ধমান জেলার মেমারি বানেশ্বরি মাঠে আট দলীয় ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলায় উপস্থিত ছিলেন বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি মেমারি শাখার বৃন্দাবন পাল ও রাজেন্দ্র প্রসাদ পাল। ফাইনালে মুখোমুখি হয় শিল্পী জুয়েলার্স একাদশ বনাম রয়েল বেঙ্গল টাইগারস। শিল্পী জুয়েলার্স একাদশ প্রথম ব্যাট করে ১ উইকেট হারিয়ে ৪ ওভারে ৫৯ রান করে। জবাবে রয়েল বেঙ্গল টাইগারস ২ ওভারে ১ উইকেট হারিয়ে ৬০ রান করে জয়ী হয়। জয়ী ও বিজয়ী দলকে ট্রফি তুলে দেন ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর বাপি ব্যানার্জী। জয়ী দলের ম্যান অফ দ্যা ম্যাচ হন সেখ আমিন, বিজিত দলের সেরা ব্যাটসম্যান সেখ বাপন ।