মেমারি ১চক্রের প্রাথমিক নিম্নবুনিয়াদি বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্রের ৪২ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

নূর আহমেদ,মেমারী : মেমারি ১ চক্রের প্রাথমিক নিম্নবুনিয়াদি বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্রের ৪২ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয় মেমারি খাঁড়ো ফুটবল মাঠে। ৫টি অঞ্চলের ৬৭টি স্কুল এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয় । প্রদীপ প্রজ্জ্বলোনের মাধ্যমে প্রতিযোগিতার খেলার শুভ উদ্বোধন করে মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপনবিষয়ী।উপস্থিত বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, এস আই ভজন ঘোষ। ৩৪ টি ইভেন্টে খেলা হয় মোট প্রতিযোগি ৩০৩ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। স্থানাধিকারীদের পুরস্কৃত ও সার্টিফিকেট দেওয়া হয়।