| |
|---|
শেখ সিরাজ: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ২৫ অক্টোবর শনিবার শিবাইচন্ডী বাপি স্পোর্টিং ক্লাবের পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবির হয়ে গেল। ধনিয়াখালি ব্লকের শিবাইচন্ডী প্রাথমিক বিদ্যালয়ে ২২ তম বর্ষের রক্তদান শিবিরে পতাকা উত্তোলনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন প্রাক্তন প্রধান বিচারপতি অপূর্ব কুমার ঘোষ। প্রদীপপ্রজ্জ্বলন করেন স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদীপ্ত কুমার মাইতি ও চক্ষু রোগ বিশেষজ্ঞ অশোক কুমার দাস।
সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র, বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের স্বনামধন্য শল্য চিকিৎসক নরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, অস্থিরোগ বিশেষজ্ঞ সৌম্য ঘোষ ,স্ত্রী রোগ বিশেষজ্ঞ অদ্রিজা দে ,শিশুরোগ বিশেষজ্ঞ হেমন্ত কুমার দে ছাড়াও বিশিষ্ট সমাজসেবী দীপক কুমার মুখোপাধ্যায় ,ভক্তিপদ ঘোষ, সমীরন ঘোষ ,বিশিষ্ট সাংবাদিক নিমাই দে প্রমুখ। শিবাইচন্ডী বাপি স্পোর্টিং ক্লাবের সম্পাদক ভক্তিপদ ঘোষ জানালেন 39 জন মহিলা সহ মোট ২২৪ জন স্বেচ্ছায় রক্তদান করেন। এই দিন আয়োজিত অনুষ্ঠানে শিবাইচন্ডি প্রাথমিক বিদ্যালয়ে কুঁড়ি দেয়াল পত্রিকা প্রকাশিত হয়। সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে পরিচালনা করেন অলোক কুমার চক্রবর্তী ও অনন্ত কুমার দাস। এই রক্তদান শিবির কে ঘিরে শিবাইচন্ডী এলাকায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।


