| |
|---|

সুবিদ আলি মোল্লা, নতুন গতি : অনূর্ধ্ব ১৭ এশিয়া কাপে জাতীয় ফুটবলে ইরানের বিরুদ্ধে লড়াই করে জিতল ভারত। বিজয়ের মধ্য দিয়ে এশিয়া কাপের মূল পর্যায়ে পৌঁছালো ভারত। পরবর্তী ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে সৌদি আরবে। এই জাতীয় দলের অন্যতম উজ্জ্বল মুখ উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থানার চাতরা গ্রামের রাজরূপ সরকার। দক্ষিণ চাতরা উচ্চবিদ্যালয়ের ছাত্র রাজ রূপ পড়াশোনার পাশাপাশি ছোটবেলা থেকেই আগ্রহ ফুটবলে। ও স্বপ্ন দেখতো একদিন বড় ফুটবলার হবে। এই স্বপ্ন দেখা ও স্বপ্নের বাস্তবায়নে যার ভূমিকা অনস্বীকার্য তিনি হলেন রাজ রূপের কাকা সঞ্জীব সরকার। প্রতিদিন বিকেল বেলা কাকার সঙ্গে দেশপ্রাণ সংঘের মাঠে খেলতে যেত। কোচ সুমিত সরকারের তত্ত্বাবধানে কঠোর অনুশীলনের মধ্যে দিয়ে আজ স্বপ্ন পূরণের পথে রাজরূপ। পরবর্তী স্বপ্ন সিনিয়র বিভাগে খেলা। কোচ খুবই আশাবাদী তার ভবিষ্যৎ নিয়ে ।বাবা রাজিব সরকার ও মা সঙ্গিতা সরকার সন্তানের সাফল্যে আনন্দ- আপ্লুত। চাতরা বাসীর সঙ্গে দক্ষিণ চাতরা উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা মেতে ওঠে আনন্দে । বিশেষ সংবর্ধনা জানানো হয় রাজরূপ কে ।


