সাসপেন্ড হুমায়ুন, দলের সঙ্গে কোনও সম্পর্ক নয়, সাফ জানাল তৃণমূল

    রহমতুল্লাহ, মুর্শিদাবাদ : মুখ্যমন্ত্রী তথা দলের সুপ্রীমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদ সফরের মধ্যেই দল থেকে সাসপেন্ড হলেন হুমায়ুন কবির। এর আগে বহুবার দলবিরোধী বিতর্কিত মন্তব্য করার জন্য তাঁকে সতর্ক করা হয়েছিল, তিনবার সতর্ক করা সত্বেও লাগামছাড়া কথা বলেই চলেছেন তৃণমূলের এই বিধায়ক। এরই মধ্যে জেলায় বাবরি মসজিদ তৈরি করার সিদ্ধান্তে অনড় থাকায় তাঁর বিরুদ্ধে এই কড়া সিদ্ধান্ত নিতে বাধ্য হল দল।

    বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম পরিস্কার জানিয়েছে, ‘ধর্ম নিয়ে যারা রাজনীতি করে, তাঁদের সঙ্গে দলের কোনও সম্পর্ক থাকবে না।’ এর জেরেই সাসপেন্ড করা হল ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে।

    উল্লেখ্য, যখন মুর্শিদাবাদে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় হাজির হুমায়ুন, ঠিক তখনই তাঁকে সাসপেন্ড করার সিদ্ধান্তের কথা জানালেন ফিরহাদ। তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগেই এই সিদ্ধান্ত বলে জানাল শাসক দল।

    প্রসঙ্গত স্মরণ করা যেতে পারে, বেশ কিছুদিন ধরেই হুমায়ুন কবিরকে নিয়ে টানাপোড়েন চলছিল। দলের বিরুদ্ধে বারবার মুখ খুলছিলেন এই বিধায়ক। পাশাপাশি বাবরি মসজিদ তৈরি করবেন বলে সিদ্ধান্তে অনড় ছিলেন তিনি, যা নিয়ে বিতর্ক শুরু হয়। এরই প্রেক্ষিতে এদিন ফিরহাদ জানিয়েছেন, একবার নয়, তিনবার হুমায়ুনকে সতর্ক করা হয়েছে। তারপরই তাঁকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে শৃঙ্খলারক্ষা কমিটি।

    অন্যদিকে সাসপেন্ড এর কথা জানতে পেরে বহরমপুরে মুখ্যমন্ত্রীর সভা থেকে বেরিয়ে যান ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির।