| |
|---|
নিজস্ব প্রতিনিধি, হাওড়া:শ্রেণিকক্ষে কেবল পাঠদানই নয়, বরং শিশুদের মনস্তত্ত্ব বুঝে তাদের আগামীর উপযোগী করে গড়ে তোলাই বর্তমান সময়ের প্রধান চ্যালেঞ্জ। সেই লক্ষ্যেই ১০ জানুয়ারি শনিবার সাঁতরাগাছি আল-আমীন শামসুন একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল এক উচ্চপর্যায়ের শিক্ষক প্রশিক্ষণ শিবির। বিশিষ্ট শিক্ষাবিদ সরিফুল হোসেন সরদারের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় জেলার বিভিন্ন প্রান্তের অর্ধশতাধিক শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। এদিনের শিবিরের প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফ-এর প্রাক্তন পরামর্শদাতা ও প্রখ্যাত শিক্ষা উপদেষ্টা মেচবাহার সেখ। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্কের মধ্যে বন্ধুত্বের নতুন দিগন্ত উন্মোচন করতে হবে।” আধুনিক শিক্ষা উপকরণের ব্যবহার এবং শিশুদের মানসিক বিকাশের বিভিন্ন বৈজ্ঞানিক দিক নিয়ে তাঁর দীর্ঘ আলোচনা উপস্থিত শিক্ষকদের বিশেষভাবে অনুপ্রাণিত করে।প্রশিক্ষণ শিবিরে উপস্থিত থেকে শিক্ষকদের উৎসাহিত করেন শিশু বিকাশ একাডেমির সভাপতি নুরুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন আল-আমীন শামসুন একাডেমির অন্যতম কর্ণধার নাজিমুল হাসান সরদার ও বিশিষ্ট প্রাবন্ধিক আনোয়ার হোসেন। বক্তারা প্রত্যেকেই শিক্ষার গুণমান রক্ষায় নিয়মিত এই ধরনের প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।২০০৫ সালে পথ চলা শুরু করা আল-আমীন শামসুন একাডেমি বর্তমানে রাজ্যের শিক্ষা মানচিত্রে এক পরিচিত নাম। বর্তমানে পশ্চিমবঙ্গ জুড়ে বিস্তৃত তাদের ১৯টি শাখা নিরলসভাবে কাজ করে চলেছে। এদিনের আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘রোডম্যাপ’ পত্রিকার সম্পাদক এম এম আব্দুর রহমান। তিনি জানান, এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা শিক্ষকদের পেশাগত দক্ষতার পাশাপাশি আত্মবিশ্বাস বৃদ্ধিতেও সহায়ক। সমগ্র অনুষ্ঠানটি শিক্ষকদের স্বতঃস্ফূর্ত আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে এক প্রাণবন্ত হয়ে ওঠে।


