|
---|
দেশের গরিবী লুকাতে রাস্তার পাশ দিয়ে পাঁচিল তৈরি করছেন মোদি সরকার।
নতুন গতি,ওয়েব ডেস্ক: ভারত সফরে আসছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর তার চোখে যেনো না পড়ে দেশের গরিবী তার জন্য রাস্তার ধারদিয়ে পাঁচিল দিচ্ছেন মোদি সরকার,
এমনি এক চিত্র সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।২৪ ফেব্রুয়ারি আসছেন ডোনাল্ড ট্রাম্প ভারতে ।