|
---|
নিজস্ব সংবাদদাতা, ঘাটাল : বড় আকারের মিছিল করে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের মহকুমাশাসক শৌভিক চট্টোপাধ্যায় এর কাছে মনোনয়নপত্র জমা দিলেন সংযুক্ত মোর্চার ঘাটাল বিধানসভার সিপিআই(এম )
প্রার্থী কমল দোলই, এবং দাসপুরের সিপিআইএম প্রার্থী ধ্রুব শেখর মন্ডল। মনোনয়নপত্র জমা দেওয়া উপলক্ষ্যে ঘাটাল এবং দাসপুরের প্রার্থীদের নিয়ে সিপিআইএম সহ জোটের অন্যান্য দলের কর্মীরা বড় আকারের মিছিল করে আসেন।দৃপ্ত মিছিল থেকে লাল ঝান্ডাকে জয়ী করে মানুষের মৌলিক অধিকার আবার প্রতিষ্ঠিত করার আহ্বান জানানো হয়।উপস্থিত ছিলেন সিপিআইএম নেতৃত্ব তরুণ রায়, অশোক সাঁতরা, উত্তম মন্ডল, সমর মুখার্জি সহ অন্যান্যরা। এছাড়াও ছিলেন কংগ্রেস নেতৃত্ব শশধর মন্ডল, রঞ্জিত বেরা, কৌশিক গোস্বামী সহ অন্যান্যরা। আইএসএফের পক্ষে ছিলেন পিয়ার আলী মোল্লা।